Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:২৯, ২৪ সেপ্টেম্বর ২০২০

শুক্রবার দীপিকাকে জেরা করবেন এনসিবি কর্মকর্তা

সুশান্ত সিং রাজপুত হত্যার তদন্ত করতে গিয়ে সামনে আসছে বলিউডের সঙ্গে মাদকযোগের কাণ্ড। বেআইনি মাদকচক্রের সঙ্গে যুক্ত থাকার জন্যই আপাতত, জেল হেফাজতে সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী।

রিয়া গ্রেফতার হওয়ার পরই রীতিমতো বিস্ফোরণ ঘটল বলিউডে। সামনে চলে আসে বলিউডের অনেক বড় বড় সেলিব্রিটির নাম। সেখানে শোনা যাচ্ছে প্রায় ৫০ জনের নাম রয়েছে। রয়েছেন অনেক প্রযোজক, পরিচালক ও অভিনেতা। তালিকায় নাম আছে কিছু ক্রিকেটারেরও।

ধারাবাহিকভাবে সবার বিরুদ্ধে অ্যাকশন নেয়া হবে। আপাতত মাদকযোগে এনসিবি দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, রাকুলপ্রীত সিংকে সমন পাঠিয়েছেন।

এদিকে এনসিবি'র সমন পাওয়ার পরেই গোয়া থেকে গাড়ি করে মুম্বাইয়ে ফিরেছেন দীপিকা পাডুকোন। মাদকযোগে শুক্রবার তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন এনসিবির কর্মকর্তারা।  গতকাল প্রায় সারারাত গোয়ার গেস্ট হাউজেই আইনি বিষয় নিয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলেন দীপিকা।

গত সোমবার রিয়া চক্রবর্তীর প্রাক্তন ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহাকে জিজ্ঞাসাবাদ করেছিল এনসিবি। তখন তাঁর একটি হোয়াটস আপ চ্যাট প্রকাশ্যে আসে। সেখানে ডি এবং কের উল্লেখ্য ছিল। এনসিবি-র দাবি, ডি হলেন দীপিকা পাডুকোন। আর কে হলেন দীপিকার ঘনিষ্ট এবং জোয়ার সহযোগী। অন্যদিকে, সুশান্তের ফার্ম হাউসে শ্রদ্ধা কাপুর এবং সারা আলি খানের যাতায়াত ছিল বলে দাবি করেছে সেখানকার ম্যানেজার।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ