Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:১৯, ২৫ সেপ্টেম্বর ২০২০

টিআরপি নিম্নমুখী, বন্ধ হচ্ছে বাংলা সিরিয়াল ‘কাদম্বিনী’

ফাইল ছবি

ফাইল ছবি

সিরিয়াালে কুটনামি না থাকায় দর্শক হারিয়েছে কলকাতার একটি সিরিয়ালের। এতে করে টিআরপিতেও ভাঁটা পড়তে শুরু করেছে। আর তাই বন্ধ হতে চলেছে কাদম্বিনী নামের সেই সিরিয়ালটি। আগামী ৫ অক্টোবর সিরিয়ালটির শেষ এপিসোড দেখানো হবে।

কাদম্বিনী সিরিয়ালকে নিয়ে দর্শকমহলে প্রথম থেকে অনেক উৎসাহ ছিল। কারণ এই প্রথমবার বাংলা সিরিয়াল জগতের একি গল্প দুটি চ্যানেল প্রযোজনা করছিল। দুটি সিরিয়ালের মধ্যে টিআরপি দিক থেকে অনেক প্রতিযোগিতা থাকতো। সম্প্রতি টিআরপি অনুযায়ী প্রথম সপ্তাহে স্টার জলসার কাদম্বিনী সিরিয়াল রয়েছে চার নম্বরে, পরের সপ্তাহে রয়েছে পাঁচ নম্বরে। অন্যদিকে জিবাংলা কাদম্বিনী সিরিয়ালের টিআরপি একদমই নেই বললেই চলে।

জি বাংলায় এতদিন দেখানো হতো সিরিয়ালটি। আগামী ৬ অক্টোবর থেকে কাদম্বিনীর জীবন নিয়ে এই একটি মাত্র সিরিয়ালই দেখতে পাবেন বাঙালি দর্শক। সেটি স্টার জলসার ‘প্রথমা কাদম্বিনী’।

চলতি বছরেরে ৬ জুলাই শুরু-হওয়া ‘কাদম্বিনী’ টিআরপি না পাওয়ার কারণ নিয়ে টলি সিরিয়ালের সঙ্গে জড়িত বিভিন্নজনের বিভিন্ন মতামত রয়েছে। তবে সিংহভাগের বক্তব্য, চলতি সিরিয়ালের মডেলে গল্প না আগানোয় দর্শকরা উৎসাহ হারিয়ে ফেলেছেন।

অর্থাৎ, সফল সিরিয়ালে একজন নায়ক, তার স্ত্রী এবং প্রেমিকাকে নিয়ে ত্রিকোণ প্রেম কিম্বা সাংসারিক কূটকচালি অথবা যৌথ পরিবারের অতি নাটকীয়তা থাকে। আর ‘কাদম্বিনী’ সিরিয়ালে সেসব কিছু পাননি দর্শক। ‘কাদম্বিনী’-র চেয়ে ‘কৃষ্ণকলি’, ‘মোহর’, ‘শ্রীময়ী’ ইত্যাদি সিরিয়াল নিয়ে অনেক বেশি আগ্রহী দর্শক। অন্তত টিআরপির হিসাব তেমনই বলছে।

উল্লেখ্য, বছর দশেক আগে গ্রাম থেকে আসা এক সাধারণ মেয়ের বিভিন্ন বাধা পেরিয়ে লড়াই করে চিকিৎসক হয়ে ওঠার গল্প নিয়ে একটি সিরিয়াল শুরু হয়েছিল। কিন্তু দর্শক না পাওয়ায় ১০টি এপিসোডের পরেই বন্ধ করে দিতে হয় সেই ধারাবাহিকটি।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ