Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:২৯, ২৬ সেপ্টেম্বর ২০২০

বিটিভিসহ ১০ চ্যানেলে ‘হাসিনা: এ ডটারস টেল’

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বড় পরিসরে টেলিভিশন পর্দায় আসছে আলোচিত ডকুড্রামা ‘হাসিনা: এ ডটারস টেল’।

বাংলাদেশ টেলিভিশনসহ দেশের ১০টি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সোমবার প্রদর্শিত হবে এই ডকুড্রামা।

বিটিভিতে প্রদর্শিত হবে ২৮ সেপ্টেম্বর দুপুর ৩টায়। একইদিন দুপুর ১২টায় একুশে টিভি এবং দুপুর ৩টায় একাত্তর টিভি ও চ্যানেল আই ডকুড্রামাটি প্রদর্শন করবে।

এ ছাড়া গাজী টেলিভিশন দুপুর ৩টা ৫০ মিনিটে, ডিবিসি বিকেল সাড়ে ৪টায়, সময় টিভি বিকেল ৫টায়, দেশ টিভি সাড়ে ৫টায়, বাংলা টিভি রাত ৮টা ৫০ মিনিটে, বিজয় টিভি রাত সাড়ে ৯টায় ও মাছরাঙা রাত ১১টায় সম্প্রচার করবে।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল আছে সবার। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর কীভাবে তিনি বেঁচে ছিলেন সেই ইতিহাস অনেকের কাছেই অজানা। তার আগে-পরের ইতিহাস নিয়ে ‘হাসিনা: এ ডটারস টেল’।

পরিচালক পিপলু খান বলেন, এই ডকুড্রামায় একজন শেখ হাসিনা তার রান্নাঘর থেকে শুরু করে সরকারপ্রধানের দায়িত্ব পালন, বেঁচে থাকার সংগ্রামসহ ব্যক্তিগত, পারিবারিক, রাজনৈতিক জীবনের নানা দিক ফুটে উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানার জীবনের কথাও উঠে এসেছে এতে।

চলচ্চিত্রটি প্রযোজনা করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন। প্রযোজক রাদওয়ান মুজিব সিদ্দিক ও নসরুল হামিদ বিপু।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ