Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০৮, ২৭ সেপ্টেম্বর ২০২০

মিস শার্লক হোমসের মরদেহ উদ্ধার

ইউকো তেকুউচি

ইউকো তেকুউচি

মারা গেছেন পুরস্কারপ্রাপ্ত জাপানি অভিনেত্রী ইউকো তেকুউচি। টোকিওতে নিজের ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে বিবিসি জানায়, ৪০ বছর বয়সী তেকুউচি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রোববার ভোরে টোকিওর শিবুয়া ওয়ার্ডের বাসাতে তেকুউচিকে মৃতদেহ উদ্ধার করেন তার অভিনেতা স্বামী তাইকি নাকাবায়াশি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তেকুউচিকে মৃত ঘোষণা করেন।

দুই সন্তানের মা তেকুউচি জাপানে প্রথম সারির তারকা ছিলেন। জনপ্রিয় এ অভিনেত্রী অনেক সিনেমা ও টিভি সিরিজে কাজ করেছেন।

নারী গোয়েন্দা নিয়ে এইচবিও’র আলোচিত সিরিজ ‘মিস শার্লক’-এর নাম ভূমিকায় ছিলেন তেকুউচি। স্যার আর্থার কোনান ডয়েলের বিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমস অবলম্বনে ২০১৮ সালে এ সিরিজ বানানো হয়। যুক্তরাষ্ট্রসহ অনেকগুলো দেশে এ টিভি সিরিজটি সম্প্রচারিত হয়।

২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ক্যারিয়ারের তুঙ্গে ছিলেন তিনি। সেসময় টানা তিন বছর জাপানিজ অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জিতে নেন তেকুউচি।

এখন পর্যন্ত তেকুউচির মৃত্যুর ঘটনাটি আত্মহত্যা হিসেবে নিশ্চিত না হলেও গত কয়েক মাসে জাপানে কয়েকজন তারকা আত্মাহুতি দেন।

এর মধ্যে এ মাসের শুরুতে আত্মহত্যা করেন অভিনেত্রী সেই আশিনা। জুলাইতে অভিনেতা হারুমা মিউরা, মে মাসে রেসলিং তারকা হানা কিমুরা আত্মহত্যা করেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ