Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:৪৭, ২৭ সেপ্টেম্বর ২০২০

সোশ্যাল মিডিয়ায় বিড়ম্বনার শিকার মৌসুমী

ফাইল ছবি

ফাইল ছবি

কয়েকবছর আগে ফেসবুক আইডি হ্যাক হয় চিত্রনায়িকা মৌসুমীর। এর পর থেকে আর কোনো ফেসবুক আইডি নেই তার। অথচ ফেসবুক ঘেঁটে দেখা যায় ছবি সম্বলিত অসংখ্য আইডি ও ফ্যানপেজ। যা দিয়ে প্রায়ই প্রতারণার শিকার হচ্ছেন তার ভক্তরা।

সম্প্রতি এমনই এক বিড়ম্বনার শিকার হয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। এক ব্যক্তির সঙ্গে ফেইক আইডি দিয়ে তার কাছে বিকাশে টাকা দাবি করেন হ্যাকাররা।

এ বিষয়ে মৌসুমীর স্বামী ওমর সানী বলেন, ভক্তরা আমাদের ভালবাসার মানুষ।শুধু আমাদের না এমন অনেক তারকার সঙ্গেই হচ্ছে।

তিনি আরো বলেন, বিভিন্ন সময় বিভিন্ন নায়ক নায়িকাদের ফেইক একাউন্ট দিয়ে বিভিন্নভাবে মানুষের টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। যার ফলে সম্মানহানি হচ্ছে এসব নায়ক-নায়িকাদের। সংশ্লিষ্টদের এসব বিষয়ে দৃষ্টিপাত করা উচিত বলেও মন্তব্য করেন চিত্রনায়ক ওমর সানী।

শুধু মৌসুমী নয়, এ ধরণের প্রতারণার শিকার হচ্ছেন এমন তারকার সংখ্যাও কম নয়। তারকাদের এমন অভিযোগের ভিত্তিতে সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগের উপ-কমিশনার নাজমুল ইসলাম বলেন, আমাদের সেলিব্রেটিদের একাউন্ট হ্যাক হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক। আমরা চেষ্টা করি এ সকল কাজে অভিযুক্তদের গ্রেফতার করতে। গত ৪-৫ বছরে ৩০-৪০ জন হ্যাকারকে আমরা গ্রেফতার করেছি। এছাড়া সুরক্ষা পেতে তারকাদের সচেতন হওয়ার কথাও বলেন তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ