Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৫, ২৮ সেপ্টেম্বর ২০২০

বাবা হলেন অস্কারজয়ী ‘জোকার’ জোয়াকিন

রুনি মারা ও জোয়াকিন

রুনি মারা ও জোয়াকিন

বাবা হলেন অস্কারজয়ী ‘জোকার’ ছবির অভিনেতা জোয়াকিন ফিনিক্স।  ফুটফুটে এক ছেলেশিশু রুনি মারা ও জোয়াকিনের ঘর আলো করে এসেছে। এর মধ্যেই নতুন অতিথির নামও রাখা হয়ে গেছে।

জোয়াকিন ছেলের নাম নিজের প্রয়াত ভাইয়ের নামে রেখেছেন। অভিনেতা রিভার ফিনিক্স ছিলেন জোয়াকিনের ভাই। অতিরিক্ত মাদক সেবনের কারণে ১৯৭৩ সালে মাত্র ২৩ বছর বয়সে মৃত্যু হয় রিভারের।

জোয়াকিনের বাবা হওয়ার সুখবরটি আমেরিকার একটি ম্যাগাজিনকে নিশ্চিত করেছেন হলিউডের পরিচালক ভিক্টর কোসাকোভস্কি।

গত ছয় মাস আগে একটি সূত্রের বরাত দিয়ে পেজ সিক্স জানিয়েছিল, কোভিড-১৯ মহামারীর সময়ে লস অ্যাঞ্জেলেসের বাড়িতে কোয়ারেন্টিনে একসঙ্গে ছিলেন জোয়াকিন-রুনি জুটি। সেই সময় রুনিকে ঢিলেঢালা পোশাকে দেখা গেলে খবর চাউর হয়– মা হতে চলেছেন ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী।

সেই সময় জোয়াকিন ফিনিক্স এ বিষয়ে কোনো জবাব দেননি।

তবে পরিচালক ভিক্টর কোসাকোভস্কি সম্প্রতি প্রকাশ করেছিলেন, ২০২০ জুরিখ ফিল্ম ফেস্টিভ্যালে একটি সুন্দর পুত্রকে পরিচয় করিয়ে দেবেন জোয়াকিন। অবশেষে সেটিই সত্যি হলো।

এদিকে বাবা হওয়ার খবর প্রকাশ্যে এলেই শুভেচ্ছায় ভাসছেন জোয়াকিন ফিনিক্স।

সূত্র: দ্য ব্রিটিশ জার্নাল

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ