Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৯, ২৮ সেপ্টেম্বর ২০২০

‘সুশান্তের ওপর দোষ চাপিয়ে নিজেরা সাধু সাজতে চাইছেন’

সারা-যুবরাজ-শ্রদ্ধা

সারা-যুবরাজ-শ্রদ্ধা

প্রয়াত বলিউড অভিনেতাকে মাদক সেবন করতে দেখেছেন, নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র জিজ্ঞাসাবাদে শনিবার এমনটাই দাবি করেছেন দুই নায়িকা। বিশেষ সূত্রের বরাত এই খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। আর সারা-শ্রদ্ধার এই দাবিতেই বেজায় বিরক্ত সুশান্তর বন্ধু যুবরাজ সিং।

সুশান্ত সিং রাজপুতের ওপর দোষ চাপিয়ে সাধু সাজতে চাইছেন সারা আলী খান ও শ্রদ্ধা কাপুর— এমন কটাক্ষ করলেন ক্রিকেটার যুবরাজ সিং।

তার অভিযোগ এখন নিজেরদের দিক থেকে নজর ঘোরাতে চাইছেন নায়িকারা। সে কারণেই সুশান্তর ঘাড়ে সব দোষ চাপাচ্ছেন।

সংবাদমাধ্যমে যুবরাজ বলেন, “সারা ও শ্রদ্ধা সুশান্তর বিরুদ্ধেই মাদক সেবনের অভিযোগ আনছেন। এভাবে তুলে ধরার চেষ্টা করছেন, যেন তারা কিছুই করেননি। নিজেদের দিক থেকে নজর ঘোরাতেই এমন করছেন। যেন রসিকতা হচ্ছে।”

আরও বলেন, “সারা ও শ্রদ্ধা খুব ভালো করেই জানেন, মাদকচক্র তারা জড়িত প্রমাণ হলে এনডিপিএস আইনে তাদের গুরুতর শাস্তি হতে পারে। আর সে কারণেই সুশান্তর ওপর দোষ চাপাচ্ছেন।”

শ্রদ্ধা ও সারা দুজনেই এনসিবি’কে জানিয়েছেন, তারা শুটিংয়ের ফাঁকে ভ্যানিটি ভ্যানে বসে সুশান্তকে মাদক নিতে দেখেছেন। অভিনেতার সঙ্গে থাইল্যান্ড ট্রিপে যাওয়ার কথাও জেরায় স্বীকার করে নিয়েছেন সারা। তবে মাদক নেওয়ার কথা অস্বীকার করেছেন।

এ দিকে মাদক চ্যাটের কথা শ্রদ্ধা স্বীকার করে নিয়েছেন। তবে অভিনেত্রীর দাবি, তিনি কখনো মাদক নেননি। সুশান্তর খামার বাড়ির পার্টিতেও ছিলেন। মোট ৫-৬  জন উপস্থিত ছিলেন, সেখানে ড্রিংক সার্ভ করা হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ