Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪০, ২৯ সেপ্টেম্বর ২০২০

প্রধানমন্ত্রীর জন্মদিনে সমরজিৎ রায়ের গান "বঙ্গকন্যা"

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষ্যে তার জীবনগাঁথা নিয়ে একটি গান প্রকাশ করতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সমরজিৎ রায়।

গানটির শুরুর কথাগুলো হলো "সব হারানো পাথর শোকে ভেঙে গেছে কোমল মন। ভাঙেনি তার দেশের স্বপন, দেশের তরে কঠিন পণ"।

"বঙ্গকন্যা" শিরোনামের অসাধারণ কথার এই গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকার শাকির দেওয়ান। গানের কথা অনুযায়ী মর্মস্পর্শী সুর ও সঙ্গীতায়োজন করেছেন শিল্পী সমরজিৎ নিজেই। প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু। মিক্সিং ও মাস্টারিং করেছেন জে কে মজলিশ।

গানটির অডিও ধারণে ছিলেন অজয় মজুমদার, ভিডিও দৃশ্য ধারণ করেছেন প্রসেনজিৎ চৌধুরী এবং ভিডিও সম্পাদনা করেছেন প্রেম প্রকাশ কর্ণ। আজ সন্ধ্যায় গানটি প্রকাশিত হবে সমরজিৎ রায়ের ইউটিউব চ্যানেলে।

শিল্পী সমরজিৎ রায় বলেন, "বঙ্গবন্ধুর আত্মত্যাগের ফলস্বরূপ যে সোনার বাংলা আমরা পেয়েছি, শত প্রতিকূলতার মধ্যেও শক্তভাবে হাল ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন যোগ্য পিতার যোগ্য কন্যা আমাদের বঙ্গকন্যা, মানবতার দূত। এই দেশের একজন সাধারণ নাগরিক ও শিল্পী হিসেবে ওনার প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধাবোধ থেকেই আমার এই নিবেদন, ওনার সুস্বাস্থ্য ও সুদীর্ঘায়ু কামনা করি। আশা করি গানটি সবার ভালো লাগবে।"

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ