Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:০৬, ২৯ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৬:০৮, ২৯ সেপ্টেম্বর ২০২০

সাবেক ও বর্তমানকে নিয়ে এক সিনেমায় রণবীর

পুরস্কারের আসরে রণবীর, আলিয়া ও দীপিকা

পুরস্কারের আসরে রণবীর, আলিয়া ও দীপিকা

রণবীর কাপুর, আলিয়া ভাট এবং দীপিকা পাডুকোন। তারা তিনজনই সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় অভিনয় করেছেন। আবারও করছেন। তবে বিশেষত্ব হলো সবাই মিলে এক সিনেমায় পর্দা ভাগাভাগি করছেন।

‘বৈজু বাওরা’ নামের ছবির ঘোষণা বেশ আগের। এই পিরিয়ড ফিল্মে নাম ভূমিকায় থাকছেন রণবীর। দুই নারী চরিত্রে দীপিকা ও আলিয়া এক প্রকার নিশ্চিত। চমকদার কাস্টিং সন্দেহ নেই।

এবার সেটে রণবীর তার সাবেক ও বর্তমান প্রেমিকাকে কীভাবে সামলান, সেই দিকেই বোধ হয় সবচেয়ে বেশি নজর থাকবে।

বানসালি নাকি প্রথমে এই চরিত্রে রণবীর সিং-কে ভেবেছিলেন। কিন্তু চিত্রনাট্য এবং বৈজু বাওরার সঙ্গে রণবীর কাপুরকে অনেক বেশি মানানসই বলে মনে হয় পরিচালকের।

শোনা যাচ্ছে, ১৯৫২ সালের ‘বৈজু বাওরা’ ছবির রিমেক এটি, যেখানে প্রধান চরিত্রে ভারত ভূষণ ও মীনা কুমারী ছিলেন। আরও একটি গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্র রয়েছে। তার জন্য হৃতিক রোশন ও অজয় দেবগণের কাছে প্রস্তাব গেছে।

আগামী বছরে এই ছবির শুটিং শুরুর কথা রয়েছে। বানসালি এখন ব্যস্ত ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র শুটিং নিয়ে। এ ছবির মূল চরিত্রে আছেন আলিয়া ভাট।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ