Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৪২, ৩০ সেপ্টেম্বর ২০২০

করোনায় আক্রান্ত সোহম চক্রবর্তী

সোহম চক্রবর্তী

সোহম চক্রবর্তী

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এ অভিনেতা।

ভারতীয় গণমাধ্যম জানায়, বেশ কয়েক দিন ধরেই মৃদু উপসর্গ দেখা দিয়েছিল ‘বোঝে না সে বোঝে না’ নায়কের শরীরে। এতেই সন্দেহ দানা বাঁধে তার মনে। সেই কারণে কোনোরকম ঝুঁকি না নিয়ে করোনা পরীক্ষা করান।

সোমবার রাতে রিপোর্ট এলে জানা যায়, সোহমের শরীরে বাসা বেঁধেছে মারণ ভাইরাস। এরপরই হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

হাসপাতালের তরফে জানানো হয়, সোহমের অবস্থা আশঙ্কাজনক নয়। পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

আরও জানা যায়, সোহমের স্ত্রী ও দুই সন্তানেরও করোনা পরীক্ষা করা হয়েছে। তবে তারা কেউ-ই আক্রান্ত নন।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ