Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:২৯, ১ অক্টোবর ২০২০

করোনা নয়, ক্যানসারে বাবা হারালেন অভিনেতা আফরান নিশো

আফরান নিশোর বাবা মুক্তিযোদ্ধা মো. আব্দুল হামিদ মিয়া

আফরান নিশোর বাবা মুক্তিযোদ্ধা মো. আব্দুল হামিদ মিয়া

করোনাভাইরাস নয়, ক্যানসারের সঙ্গে লড়াই করে হেরে গেলেন অভিনেতা আফরান নিশোর বাবা মো. আব্দুল হামিদ মিয়া। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে সাতটায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুর সময় তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘বেশিরভাগ সংবাদমাধ্যমে খবর এসেছে আঙ্কেল করোনায় মারা গেছেন। এটা শতভাগ ভুল তথ্য। আঙ্কেল অনেকদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুর কারণও সেটি। উনার মধ্যে করোনা সিম্পটমও ছিলো না।’

এদিকে মুক্তিযোদ্ধা মো. আব্দুল হামিদ মিয়া ভোলার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় এমপি তানভীর হাসান ছোট মনির, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবুসহ আরো অনেকে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ