Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৩৩, ২ অক্টোবর ২০২০

লাইভ স্ট্রিমিংয়ে চীনা তারকাকে পুড়িয়ে হত্যা

চীনের সামাজিক যোগাযোগমাধ্যমের একজন তারকাকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে। এ সময় লাইভ স্ট্রিমিংয়ে ছিলেন ওই তরুণী।

বিবিসি জানায়, নিহত ৩০ বছর বয়সী লামু ছিলেন চীনের টিকটক ভার্সন ডুইনের একজন জনপ্রিয় তারকা। প্ল্যাটফর্মটিতে তাকে অনুসরণ করত কয়েক লাখ ফলোয়ার। ছোট ছোট ভিডিও ক্লিপ পোস্ট করে তিনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন।

আগুনে পুড়িয়ে দেয়ার দুই সপ্তাহের পর হাসপাতালে লড়াই করে মারা যান ওই তরুণী। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।

লামুর মৃত্যুর ঘটনায় চীনে নারীর ওপর সহিংসতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ হয়েছে।

সিচুয়ান প্রদেশের এ বাসিন্দা ইতিবাচক বিষয় ও গ্রামীণ জীবনযাপন নিয়ে ডুইনে পোস্ট দিতেন। কোনো ধরনের মেকআপ ছাড়াই ভিডিওতে আসতেন তিনি, এর জন্য প্রশংসিত ছিলেন এ তারকা।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ১৪ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে। লামু লাইভ স্ট্রিমিংয়ে আসার সময় দরজা ভেঙে তার ঘরে ঢুকে পড়ে সাবেক স্বামী। এ সময় তার হাতে ছিল ছুরি ও পেট্রোল। 

 সিচুয়ান কাউন্টি কর্তৃপক্ষ জানায়, হামলার পর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সিরিয়ান প্রাদেশিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ৩০ সেপ্টেম্বর মারা যান তিনি।

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ