Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:৫১, ২ অক্টোবর ২০২০

নতুন রূপে আসছে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ১০’

মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ১০

মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ১০

পাঁচ বছর পর আবারো মীর আফসর আলির মীরাক্কেল ম্যাজিক ফিরছে একদম নতুন রূপে। এবার নতুন ভাবে দর্শক মাতাবে মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ১০। মীরাক্কেল ২০১৫ র পর আর দেখা যায়নি। এবার আবার ফিরছে এই শো।

১০ বছরে পা দিল মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার। বৃহস্পতিবার থেকে শুরু হলো দশম সিজনের শ্যুটিং। এবারে শো-তে মুখ্য সঞ্চালকের ভূমিকায় মীর থাকলেও তার টিমে জায়গা করে নিয়েছেন নতুন সদস্যরা।

টলিউডের দুই প্রথম সারির সুন্দরী নায়িকা পাওলি দাম, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে মীরাক্কেলের মঞ্চে। এছাড়াও বিশ্বনাথ বসু ও কাঞ্চন মল্লিক এবার থাকছেন মীরের টিমে।

দশম সিজনে দেখা যাবে না রজতাভ দত্ত, পরান বন্দ্যোপাধ্যায় ও শ্রীলেখা মিত্রকে। শো থেকে বাদ পড়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরবও  হয়েছিলেন অভিনেত্রী।

বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় শো'র প্রথম পর্ব দেখা যাবে ১১ তারিখ। তারই শুটিংয়ে খোশ মেজাজে পাওয়া গেলো পুরো টিমকে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ