Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:০৭, ৩ অক্টোবর ২০২০

অ্যামাজনে সর্বাধিক বিক্রির তালিকায় প্রিয়াঙ্কার আত্মজীবনী

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আত্মজীবনী লিখেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বইয়ের নাম ‘আনফিনিশড’। বইটি প্রকাশের আগেই সর্বাধিক বিক্রির অর্ডার এসেছে।

জানা গেছে, প্রিয়াঙ্কার আত্মজীবনী প্রকাশ হবে আগামী বছরের জানুয়ারিতে। আজ এ অভিনেত্রী জানান, প্রি-অর্ডারের ১২ ঘণ্টায় তার বইটি অ্যামাজনে সেরা বিক্রি বইয়ের তালিকায় স্থান পেয়েছে।

এক টুইট বার্তায় প্রিয়াঙ্কা এ কথা জানান। তিনি লিখেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে ১২ ঘণ্টারও কম সময়ে আমাদের এক নম্বরে নিয়ে যাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি বইটি পছন্দ হবে সবার।’

প্রিয়াঙ্কার আত্মজীবনী প্রকাশ করতে যাচ্ছে ভারতীয় প্রকাশনা প্রতিষ্ঠান পেঙ্গুইন র‍্যানডম হাউস। বইটিতে প্রিয়াঙ্কার ‘মিস ইন্ডিয়া’ হওয়ার গল্প, বলিউডের দীর্ঘ ক্যারিয়ার ও হলিউড যাত্রার গল্প উঠে এসেছে।

এদিকে নতুন করে বেশকিছু নতুন প্রজেক্টে কাজ শুরু করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে বলিউডের পাশাপাশি রয়েছে হলিউডের সিনেমা ও সিরিজ।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ