Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:১৩, ৩ অক্টোবর ২০২০

‘ভারতে মেয়েদের ওপর অত্যাচারের জন্য দায়ী মোদি’

নরেন্দ্র মোদি ও নুসরাত জাহান

নরেন্দ্র মোদি ও নুসরাত জাহান

ভারতে মেয়েদের ওপর অত্যাচারের জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়ী বলে মনে করেন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান।

চলতি সপ্তাহেই দিল্লির সফদরজং হাসপাতালে মৃত্যু হয় উত্তর প্রদেশের হাথরাসে দলবদ্ধ ধর্ষণের শিকার ১৯ বছরের এক দলিত কিশোরীর। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র একটি টুইট করেন হাথরাস ঘটনা নিয়ে। তিনি লেখেন, উত্তর প্রদেশে এ সব হচ্ছে কি? চতুর্দিকে খালি রেপ, রেপ আর রেপ।

সম্বিত পাত্রের এই টুইট এর পরেই নুসরাত লন্ডন থেকে টুইট  করে বলেন, অবশেষে একজনের হুঁশ ফিরল। এই ঘটনার জন্য আপনার গুরু নরেন্দ্র মোদি দায়ী। গুরুকে বলুন, দেশের মেয়েদের ওপর আর দলিত মেয়েদের ওপর অত্যাচার বন্ধ করতে। মানুষ কিন্তু গর্জন করছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ