Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:১০, ৪ অক্টোবর ২০২০

বলিউড অভিনেত্রী মিষ্টি মুখোপাধ্যায় মারা গেছেন

বলিউড অভিনেত্রী মিষ্টি মুখোপাধ্যায় মারা গেছেন। বলিউডের বেশ কয়েকটি ছবি ও জনপ্রিয় মিউজিক ভিডিওতে কাজ করেছেন মিষ্টি। বেঙ্গালুরুতে শুক্রবার রাতে মৃত্যু হয় তার। শনিবার সকালে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

অভিনেত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে কিটো ডায়েট বা প্রোটিনে ডায়েট মেনে চলছিলেন তিনি। তা থেকেই কিডনি অকেজো হয়ে প্রাণ হারান মিষ্টি।

বেশ কয়েক মাস ধরেই কিডনির অসুখে ভুগছিলেন অভিনেত্রী। তার বাবা-মা এবং এক ভাই রয়েছেন।

পরিবারের পক্ষ থেকে এক শোক বার্তায় বলা হয়েছে, একটানা কিটো ডায়েটের ফলেই কিডনির সমস্যা দেখা দিয়েছে মিষ্টির। ‘ম্যায় কৃষ্ণা হুঁ’, ‘লাইফ কি তো লগ গ্যয়ি’-এর মতো ছবিগুলোতে পার্শ্বচরিত্রে অভিনয় করেন মিষ্টি। কাজ করেছেন তেলুগু ছবিতেও। ছবিতে 'আইটেম গার্ল' হিসেবে কাজ করে জনপ্রিয়তা লাভ করেন তিনি।

২০১৪ সালে মুম্বাইয়ে তার অ্যাপার্টমেন্ট থেকে পর্নোগ্রাফি ছবির সিডি উদ্ধার হওয়ায় বিতর্ক তৈরি হয়েছিল সেই সময়। তার বাবা এবং ভাই সেই মামলায় গ্রেপ্তারও হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে জামিনে মুক্তি পান তারা।

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ