Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৫, ৬ অক্টোবর ২০২০

বরেণ্য অভিনেতা আতাউর রহমান করোনায় আক্রান্ত

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের শিকার হলেন দেশের বরেণ্য অভিনেতা মঞ্চসারথি আতাউর রহমান। গেল কয়েকদিন ধরেই তিনি বেশ অসুস্থ। তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করা হয়। সেখানে রিপোর্ট এসেছে এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব করোনায় আক্রান্ত হয়েছেন।

তথ্যটি নিশ্চিত করেছেন তরুণ গীতিকবি, লেখক ও রাজনীতিবিদ সুজন হাজং।

তিনি আজ মঙ্গলবার, ৬ অক্টোবর নিজের ফেসবুকের দেয়ালে মঞ্চসারথির দুটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাংস্কৃতিক উপ-কমিটির চেয়ারম্যান মঞ্চসারথি আতাউর রহমান স্যার করোনায় আক্রান্ত। তার দ্রুত সুস্থতা কামনা করছি।’

৭৯ বছর বয়সী অভিনেতা আতাউর রহমান স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পুরোধা ব্যাক্তিত্ব। বিশেষ করে এদেশের মঞ্চ নাটকের বিকাশে তার অবদান অনস্বীকার্য। মঞ্চের জন্য তিনি লিখেছেন, নির্দেশনা দিয়েছেন, অভিনয়ও করেছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ