Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০৩, ৬ অক্টোবর ২০২০
আপডেট: ২০:০৪, ৬ অক্টোবর ২০২০

‘প্রকাশ্যে এই অমানুষগুলোর অঙ্গ কেটে আলাদা করা হোক’

চঞ্চল চৌধুরী

চঞ্চল চৌধুরী

দেশব্যাপী ঘটে চলছে একের পর এক ধর্ষণ ও নারী নির্যাতনের ভয়াবহ ঘটনা। নৃশংসতায় একটি ছেড়ে যাচ্ছে অন্যটিকে। একটি ঘটনার রেশ শেষ না হতেই আরেকটি ঘটনা আতঙ্কের সৃষ্টি করছে। 

প্রতিবাদে পথে নেমেছে সাধারণ মানুষ। দাবি উঠছে আইন পরিবর্তনের। দেশের তারকাঙ্গনের বড় অংশ নিশ্চুপ থাকলেও কেউ তো মুখ খুলেছেন। যার মধ্যে একজন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

নিজের ফেসবুক পেইজে তিনি লিখেছেন, 'লিঙ্গ তো আর একা ধর্ষণ করতে পারে না, ধর্ষণে প্রলুব্ধ করে মাথার ভেতর বাস করা অমানুষটা....। মৃত্যুদণ্ড এদের জন্য যথেষ্ট নয়..। প্রকাশ্যে এই অমানুষ গুলোর লিঙ্গ শরীর থেকে কেটে আলাদা করে দেয়া হোক.....। যাতে লিঙ্গের ওপর শয়তান মাথার কোন অধিকার না থাকে...তাহলেই এই বর্বরতা থেমে যাবে... এই কঠোর শাস্তি প্রয়োগে মানবাধিকারের কোন মায়া কান্না আমরা শুনতে চাই না...সেই সাথে আইনের সঠিক এবং কঠিন প্রয়োগ চাই...শাস্তি হোক দৃষ্টান্তমূলক....এর বাইরে কোন কথা নাই....হোক প্রতিবাদ...।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ