Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ২২:১৯, ৬ অক্টোবর ২০২০

আরিফিন শুভ’র বাসায় এলো অদ্ভুত ব্রিফকেস, রহস্যের সৃষ্টি!

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। দীর্ঘদিন ধরেই বড় পর্দায় নিয়মিত কাজ করছেন তিনি। সম্প্রতি তার বাসায় এসেছে এক অদ্ভুত ব্রিফকেস। যদিও কে বা কারা এটি পাঠিয়েছেন তার কোনো কিছুই বুঝে উঠতে পারছেন না শুভ।

সোমবার (৫ অক্টোবর) এই রহস্যময় অদ্ভুত ব্রিফকেস হাতে পেয়েছেন তিনি। এ নিয়ে একটি স্ট্যাটাসও দিয়েছেন শুভ।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রহস্যময় ব্রিফকেসটির ছবি দিয়ে শুভ লিখেছেন, ‘…. এরপর কি? অদ্ভুত এই ব্রিফকেসটা আমাকে পাঠানোর মানেটাই বা কি? কে পাঠালো, কারা পাঠালো, কেনো পাঠালো? জানতে চাই!’

ফেসবুকে ব্রিফকেসটির ব্যাপারে জানতে চাইলে তার ভক্ত অনুরাগীরাও বিস্ময় প্রকাশ করেছেন। তারা নানা রকম পরামর্শও দিচ্ছেন। কেউ বলছেন পুলিশের সহায়তা নিতে। একজন আবার মজা করে মন্তব্য লিখেছেন, ‘তাড়াতাড়ি বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হোক। আরে না আপনি নিজেই তো হিরো খুলে দেখেন, হিরোদের ভয় পেলে চলে।’

কেউ আবার দাবি করেছেন এটি সিনেমার প্রচারের জন্য কোনো কৌশল। কিন্তু আরিফিন শুভ’ও এ ব্রিফকেস নিয়ে রহস্য ভাঙলেন না।

প্রসঙ্গত, জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা আরিফিন শুভ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আহারে’। এ সিনেমার জন্য ৯৪ কেজি ওজন হয়েছিলো তার। পরবর্তীতে ‘মিশন এক্সট্রিম’ সিনেমার জন্য তিনি নিজেকে ফিট করেছেন অক্লান্ত পরিশ্রমে।

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ