Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:২৭, ৮ অক্টোবর ২০২০

দূর্গা পূজার গান নির্মাণ করলেন বিপ্লব সাহা

সংগৃহীত

সংগৃহীত

স্বনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজার আর বেশি দেরি নেই। পূজার আনন্দকে বাড়িয়ে দিতে দেশের প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার বিশ্বরঙ এর কর্ণধার বিপ্লব সাহা নির্মাণ করেছেন ‘পুজো বাড়ির গান’।

মিউজিক ভিডিওতে পূজা বাড়ীর আনন্দ উল্লাস, আবেগ অনুভূতি, পরিবারের সব বয়সি মানুষের ধর্মীয় ভাবাবেগ, স্রষ্টার প্রতি আরাধনার বিভিন্ন রূপ প্রকাশ পেয়েছে এক অনন্য শিল্পমাত্রায়। ভিডিওটি ধারণ করায় সহযোগীতা করেছেন ঢাকেশ্বী মন্দির কর্তৃপক্ষ।

বিপ্লব সাহা জানান, ৬ অক্টোবর বিশ্বরঙ বনশ্রী শাখায় এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে মিউজিক ভিডিওটি ইউটিউবে মুক্তি পায়, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডিয়াঙ্গনের সেলিব্রেটিরা।

গত ২ অক্টোবর পূজা বাড়ির গানের প্রথম প্রমো ছাড়া হয় যা দেখে দর্শকরা বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে ব্যাপক উৎসাহ প্রকাশ করে। বাংলাদেশে এই প্রথম এত সেলিব্রেটিকে এক সাথে করে এতো বিগ বাজেটে পূজার গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে বলে দাবি করলেন বিপ্লব সাহা। তিনি বলেন, এটা আমাদের জন্য সত্যিই আনন্দের বিষয়’।

গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের কথাও লিখেছেন বিপ্লব সাহা। শুধু তাই নয়, ‘পুজো বাড়ির গান’ মিউজিক ভিডিওটি পরিচালনাও করেছেন বিপ্লব সাহা। গানের সুর ও সংগীত করেছেন উজ্জল সিনহা।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ