Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৪৫, ৯ অক্টোবর ২০২০

এবার রিয়ার কাছে ক্ষমা চাইবেন?

বম্বে হাইকোর্ট জানিয়েছে রিয়া চক্রবর্তী কোনো মাদক চক্রের সঙ্গে জড়িত নন। এরপরই ২৮ দিন জেলে বন্দি থাকা নায়িকা মুক্ত হন। এই খবরে খুশি বলিউডের একাংশ। তারা বলছেন, এত দিন যারা রিয়ার ওপর কামান দেগেছেন এবার কি তারা ক্ষমা চাইবেন?

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে ইস্যু বানিয়ে যারা নিজেদের স্বার্থসিদ্ধি করতে চেয়েছিলেন তাদের একহাত নেন তাপসী পান্নু। বলেন, “আশা করি রিয়ার সঙ্গে যা ঘটেছে তারপর সে জীবনের প্রতি বীতশ্রদ্ধ হবে না। জীবন সব সময় ঠিক পথে এগোয় না। আপাতত সে জীবন ফিরে পেয়েছে এই অনেক।”

তাপসীর সুরে সুর মিলিয়েছেন হুমা কুরেশি। টুইটে তিনি লেখেন, “প্রত্যেকের রিয়া চক্রবর্তীর কাছে ক্ষমা চাওয়া উচিত।  সুশান্তর মৃত্যুকে যারা খুন হিসেবে দেখাতে চেয়েছিলেন তাদের ওপর এবার তদন্ত হোক।  একটি মেয়ে ও তার পরিবারের জীবন এভাবে নষ্ট করে দেওয়ার জন্য লজ্জা পাওয়া উচিত।”

পরিচালক অনুভব সিনহা, ফারহান আখতার, হ্যানসল মেহতাও বম্বে হাইকোর্টের সিদ্ধান্তে উচ্ছ্বসিত। হ্যানসলের কথায়, “এবার রিয়ার বিশ্রাম নেওয়ার পালা।”  অন্য দিকে ফারহান তীক্ষ্ণ প্রশ্নবাণ ছুড়ে দিলেন সংবাদমাধ্যমগুলোর দিকে। জানতে চাইলেন, “যারা এতদিন রিয়ার বিরুদ্ধে গলা ফাটাচ্ছিলেন তারা কি এবার ক্ষমা চাইবেন?”

 

রিয়ার অন্যতম বন্ধু শিবানি দান্ডেকর লেখেন, “রোজেজ আর রেড/ভায়োলেটস আর ব্লু/ ইফ ইউ স্টিল ওয়াচ নিউজ/ মোর ফুল ইউ।” প্রেমিক ফারহান আখতারের মতোই সংবাদমাধ্যমের ওপর ক্ষোভ উগরে দিলেন তিনি। এর আগেও রিয়াকে নিয়ে বিতণ্ডায় জড়িয়েছেন সুশান্তর সাবেক প্রেমিকা অঙ্কিতা লোখণ্ডে, এখন তিনিও নেটাগরিকদের ট্রোলের মুখে।

সুশান্তর মৃত্যু নিয়ে সিবিআই, ইডি, এনসিবি-র মতো তিনটি তদন্তকারী সংস্থা রিয়াকে লাগাতার জিজ্ঞাসাবাদ করে। তার পর জেল। নায়িকার আইনজীবী সতীশ মানেশিন্ডে জানান, প্রবল মানসিক চাপ থেকে বাঁচতে যোগ ব্যায়ামকেই বেছে নিয়েছিলেন অভিনেত্রী। তবে এখনই কোনো বিষয়ে মন্তব্য করবেন না বাঙালি অভিনেত্রী।

বুধবার বম্বে হাইকোর্ট জামিন মঞ্জুর করার পরে একটি টেলিভিশন চ্যানেলকে মানেশিন্ডে জানান, বাইকুল্লা জেলে গিয়ে তিনি দেখেছিলেন, মানসিক চাপ জয় করে অভিনেত্রী নিজেকে ভালো রেখেছেন। জেলে নিজে তো যোগব্যায়াম করতেনই, অন্য বন্দিদেরও যোগ শেখাতেন রিয়া।

এরই মধ্যে এনসিবি জানিয়েছে, বলিউডে মাদক যোগ নিয়ে তারা যে দ্বিতীয় এফআইআর করেছে, সেই তদন্তে রিয়াকে গ্রেপ্তার করা হবে না। রিয়াকে জামিন দেওয়া নিয়ে বম্বে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে আরজি জানাবে কিনা, তা-ও স্পষ্ট করেনি এনসিবি। তদন্তকারী সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, রায়ের কপি খতিয়ে দেখেই সুপ্রিম কোর্টে যাওয়ার ব্যাপারে ফয়সালা হবে। তবে এখনো জেলে আছেন রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী।

 
Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ