Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:২৭, ৯ অক্টোবর ২০২০

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে অভিনেতা আনিসুর রহমান মিলন

আনিসুর রহমান মিলন

আনিসুর রহমান মিলন

দেশের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত ভোররাতে তার শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তাকে হাসপাতালে নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এ অভিনেতার ছোট ভাই আতাউর রহমান সুমন।

তিনি বলেন, 'ভাইয়ার কি সমস্যা সেটা এখনো বলা যাচ্ছে না। হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে আজ ভোর ৪টার দিকে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসকরা তার হার্টের সমস্যা সন্দেহ করে ইসিজি টেস্ট করান। সেখানে হার্টের সমস্যাই ধরা পড়ে। কিন্তু স্কয়ারে সিসিইউয়ে সিট না থাকায় তারা ভাইয়াকে ইউনাইটেড হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়।

এখানে এসে আবার ইসিজি টেস্ট করিয়ে হার্টে কোনো সমস্যা পাওয়া যায়নি। পরে রোগ নির্ণয়ের জন্য অন্যান্য আরও কিছু টেস্ট করানো হয়েছে। করোনার নমুনাও নেয়া হয়েছে। ভাইয়া কী কারণে অসুস্থ হলেন সেটা আজ সন্ধ্যা নাগাদ জানা যাবে।'

সবার কাছে বড় ভাই মিলনের জন্য দোয়া চেয়েছেন আতাউর রহমান সুমন।

তিনি জানান, বর্তমানে ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে চিকিৎসা চলছে আনিসুর রহমান মিলনের।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ