Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৭, ৯ অক্টোবর ২০২০

সুস্থ হয়ে উঠছেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়

সৌমিত্র চট্টোপাধ্যায়

সৌমিত্র চট্টোপাধ্যায়

কলকাতার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় করোনাভাইরাসে আক্রান্ত। বর্তমানে তিনি বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জানা গেছে, কিংবদন্তি এই অভিনেতা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে তাকে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে।

বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তার জ্বর ও ঠান্ডা ছিল। জ্বর না কমায় চিকিৎসকদের পরামর্শে করোনাভাইরাস পরীক্ষা করা হয়।

গত মঙ্গলবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাকে দ্রত বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

বেলভিউ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রদীপ ট্যান্ডন বলেন, আগের চেয়ে সুস্থ রয়েছেন তিনি। চিকিৎসা চলছে। তাকে আরও তিন-চার দিন হাসপাতালে থাকতে হতে পারে।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে গত কয়েক মাস টলিউডে শুটিং বন্ধ ছিল। স্বাস্থ্যবিধি মেনে সম্প্রতি শুটিং শুরু করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। নিজেকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্রে কাজ করছিলেন তিনি। এর মধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত হলেন। করোনা মহামারির আগে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘অভিযান’ ছবির শুটিং সম্পূর্ণ করেন তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ