Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১৯, ১০ অক্টোবর ২০২০

কবরীর সঙ্গে জুটি হলেন মোহাম্মদ বারী

বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে-খ্যাত কবরীর সঙ্গে জুটি গড়েছেন মঞ্চ নাটকের নন্দিত অভিনেতা ও নাট্যনির্দেশক ড. মোহাম্মদ বারী।

সরকারি অনুদানে নির্মিতব্য ‘এই তুমি সেই তুমি’ চলচ্চিত্রে কবরীর স্বামীর চরিত্রে দেখা যাবে তাকে।

মোহাম্মদ বারী বলেন, “থিয়েটার, টেলিভিশন নাটক, সিনেমা- তিনটা তিন রকমের মাধ্যম। মঞ্চে ও নাটকে অনেক কাজ করা হলেও সিনেমায় খুব বেশি কাজ করা হয়নি। নানা কারণেই হয়ে ওঠেনি। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী কবরীর সঙ্গে অভিনয় করাটা দারুণ উপভোগ করছি।”

আরও বলেন, “শুটিং সেটে কেউ কেউ আমাদের মজা করে রাজ্জাক-কবরীও ডাকেন। আসলে দর্শকের মনে এখনো গেঁথে আছেন রাজ্জাক-কবরী জুটি। কবরীর সঙ্গে অভিনয় করা আমার জন্য ভীষণ ভালো লাগার।”

১৪ বছর পর কবরী পরিচালনা করছেন নতুন সিনেমা। ‘এই তুমি সেই তুমি’ চলচ্চিত্রের শুটিং শুরু হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর দিনে। কিন্তু করোনাভাইরাসের জন্য সারা দেশ লকডাউন হয়ে পড়ায় থেমে যায় সিনেমাটির দৃশ্য ধারণ।

ছয় মাসের বিরতির পর সেপ্টেম্বরের শেষের দিকে সিনেমাটির শুটিং পুনরায় শুরু হয়। এতে অংশ নিয়েছেন কবরী, সালওয়া, মোহাম্মদ বারীসহ অন্যরা। রাজধানীর উত্তরা, দিয়াবাড়িসহ বিভিন্ন স্থানে দৃশ্য ধারণ করবেন কবরী।

সিনেমার গল্পে দুটি সময়কে তুলে ধরা হচ্ছে। মুক্তিযুদ্ধের সময়কার সঙ্গে বর্তমান সময়কে প্রেমের আদলে তুলে ধরা হচ্ছে। এই ছবির মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে নতুন দুই মুখ উপহার দিচ্ছেন কবরী। তারা হচ্ছেন রিয়াদ রায়হান ও নিশাত নাওয়ার সালওয়া।

ছোট পর্দার উঠতি নায়ক রিয়াদ রায়হান। অন্যদিকে, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮-এর চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন নিশাত নাওয়ার সালওয়া।

এই সিনেমার মাধ্যমে প্রথমবার সংগীত পরিচালনা করছেন নন্দিত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন।

মোহাম্মদ বারী এর আগে আবু সাইয়িদ পরিচালিত ‘নিরন্তর’, বেলাল আহমেদের ‘ভালোবাসবোই তো’, রূবাইয়াত হোসেনের ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমায় অভিনয় করেছেন। আর সাম্প্রতিক সময়ে অভিনয় করছেন ফাখরুল আরেফীন খান পরিচালিত ‘গণ্ডি’ চলচ্চিত্রে অভিনয় করছেন।

মঞ্চে একাধারে নাট্যকার, অভিনেতা ও নাট্যনির্দেশক হিসেবে খ্যাতি কুড়িয়েছেন তিনি। সাংগঠনিকভাবে বাংলাদেশ পথ নাটক পরিষদের সহসভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি অনুস্বর নাট্যদলের প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন। মঞ্চের পাশাপাশি টেলিভিশনের পর্দায়ও নিয়মিত দেখা যায় তাকে।

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ