Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:১১, ১২ অক্টোবর ২০২০

চ্যালেঞ্জার চলে যাওয়ার দশ বছর

ফাইল ছবি

ফাইল ছবি

অভিনেতা চ্যালেঞ্জার মারা যাওয়ার দশ বছর পূর্ণ হলো আজ। ২০১০ সালের ১২ অক্টোবর তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন।

জনপ্রিয় টিভি ও চলচ্চিত্র অভিনেতা চ্যালেঞ্জার ১৯৫৯ সালে ঢাকার খিলগাঁওয়ে জন্মগ্রহণ করেন। জনপ্রিয় ঔপন্যাসিক ও কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘হাবলঙ্গের বাজার’ নাটকের মধ্য দিয়ে টিভি নাটকে চ্যালেঞ্জারের আগমন ঘটে।

যদিও অভিনেতা হওয়ার কোনো ইচ্ছা ছিল না তার। কিন্তু হুমায়ূন আহমেদ তাকে অভিনেতা বানিয়ে ছাড়েন। এএফএম তোফাজ্জল হোসেন থেকে নাম পাল্টিয়ে হুমায়ূন আহমেদ বানিয়ে দেন চ্যালেঞ্জার।

আট বছরের ক্যারিয়ারে তিনি আড়াই শতাধিক নাটক ও বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে শহীদুল ইসলাম খোকনের ‘লাল সবুজ’, হুমায়ূন আহমেদের ‘শ্যামল ছায়া’, আমজাদ হোসেনের ‘কাল সকালে’ উল্লেখযোগ্য।

হুমায়ূন আহমেদের ‘হাবলঙ্গের বাজার’ দিয়ে শুরু এরপর অভিনয় করেন, ‘বৃক্ষ মানব’, ‘যমুনার জল দেখতে কালো’, ‘চন্দ্রকারিগর’, ‘কালা কইতর’সহ অসংখ্য নাটকে।

এ দিনে স্বজন, ভক্ত ও অনুরাগীরা স্মরণ করছেন। তার বোন অভিনেত্রী মনিরা মিঠু ফেসবুকে ছবি শেয়ার করে লেখেন, “আজ ১২ই অক্টোবর, ভাইজান এই দিনে চলে গেছেন। হে পৃথিবীর পালনকর্তা, মহান রাব্বুল আলামিন, ভাইজানের সমস্ত গুনাহ মাফ করে দিন। তার উত্তম কাজের জন্য জান্নাতুল ফেরদৌসের দরজা খুলে দিন।”

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ