Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৯, ১২ অক্টোবর ২০২০
আপডেট: ১৫:৪১, ১২ অক্টোবর ২০২০

সৌমিত্রের শারীরিক অবস্থার সামান্য উন্নতি

সৌমিত্র চট্টোপাধ্যায়

সৌমিত্র চট্টোপাধ্যায়

দ্বিতীয় প্লাজমা থেরাপির পর ভারতীয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। রোববার রাতে ভালো ঘুমও হয়েছে তার।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সোমবার এমআরআই করা হতে পারে। চলছে প্লাজমা থেরাপির প্রক্রিয়াও। তবে বর্ষীয়ান অভিনেতা এখনো আশঙ্কামুক্ত নন বলেও জানা গেছে।

করোনা আক্রান্ত হওয়ার পর, গত মঙ্গলবার থেকে তিনি কলকাতার বেলভিউ হাসপাতাল ভর্তি রয়েছেন। ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছিলেন। কিন্তু শুক্রবার থেকে তার শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে।

হাসপাতাল সূত্রে খবর, আগের থেকে তার অস্থিরতা কমেছে। অঙ্গপ্রত্যঙ্গ সচলই রয়েছে। রক্তের অক্সিজেনের মাত্রা ১০০ শতাংশ। রাইলস টিউবের মাধ্যমে তিনি খাবারও খাচ্ছেন। তার চিকিৎসায় ১৬ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

রোববার আচমকাই অভিনেতার শারীরিক অবস্থা অবনতি হলে ভেন্টিলেশনে দেওয়ার কথা ভাবা হচ্ছিল। সেই অবস্থা থেকে সামান্য উন্নতি হয়েছে এ দিন। জ্বর এবং নানা শারীরিক জটিলতার কারণে মাঝেমধ্যেই পরিস্থিতি সংকটজনক হয়ে উঠছে বলে জানান চিকিৎসকেরা।

কভিড নিয়ন্ত্রণ ছাড়াও, মেডিকেল টিম সৌমিত্রর নিয়মিত হৃৎস্পন্দন ও রক্তচাপ নিয়ন্ত্রণ-সহ সংক্রমণ মোকাবিলায় সর্বক্ষণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সুস্থ হয়ে ওঠায় পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই কো-মর্বিডিটি ও বয়স।

হাসপাতাল থেকে এক বিবৃতিতে বলা হয়, প্লাজমা থেরাপির দ্বিতীয় ডোজ দেওয়ার পর আগের থেকে ভালো আছেন অভিনেতা। আগে তার প্লাজমা থেরাপি করা হয়েছিল। ফের রবিবার প্লাজমা থেরাপির দ্বিতীয় ডোজ দিতে হয় তাকে।

জানানো হয় যে, বর্ষীয়ান অভিনেতার শরীরে পটাশিয়ামের মাত্রা এখনো বেশ কম রয়েছে। সৌমিত্র চট্টোপাধ্যায় এখনো হাই রিস্ক জোনে রয়েছেন। এতেই রাতে উদ্বেগ বাড়ে সিনেপ্রেমীদের মধ্যে। তবে সোমবার সকালে কিছুটা ভালো খবর শোনায় হাসপাতাল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্লাজমা থেরাপির দ্বিতীয় ডোজ দেওয়ার পর আগের থেকে অনেকটা ভালো আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তার ভাইটাল প্যারামিটারগুলি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চিকিত্‍‌সকরা।

গত ৩০ সেপ্টেম্বর সৌমিত্র একটি ডকু-ফিচারের জন্য শুটিং করেছিলেন ভারতলক্ষ্মী স্টুডিও’তে। সে দিন বেলা সাড়ে ১১টা নাগাদ শুটিং শুরু হয়। দুপুর পৌনে ১টা নাগাদ ইউনিটের এক কর্মীকে সৌমিত্র জানিয়েছিলেন, একটু তাড়াতাড়ি করলে ভালো হয়, তার শরীরটা খারাপ লাগছে। সে দিনই ছিল তার করোনা-উপসর্গ ধরা পড়ার প্রথম দিন।

অনেক চিকিৎসকই জানান, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যারা প্রবীণ অভিনেতার সংস্পর্শে এসেছিলেন, তাদের সবার ১৪ দিনের সেল্ফ আইসোলেশনে থাকা ও করোনা পরীক্ষা করানো উচিত।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ