Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:৩২, ১২ অক্টোবর ২০২০

সৌমিত্রের পুরোনো ক্যানসার ছড়িয়েছে ফুসফুস ও মস্তিষ্কে

সৌমিত্র চট্টোপাধ্যায়

সৌমিত্র চট্টোপাধ্যায়

আবারও সংকটাপন্ন হয়ে পড়েছেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আবারও তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। করোনায় আক্রান্ত সৌমিত্রের প্রোস্টেট ক্যানসার নতুন করে ছড়িয়েছে তার ফুসফুস এবং মস্তিষ্কে।

সোমবার হাসপাতালের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, তার মূত্রথলিতেও সংক্রমণ ঘটেছে। ফলে ৮৫ বছরের সৌমিত্রের শারীরিক অবস্থা নিয়ে আবারও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

কোভিড-১৯ সংক্রমণের পর মধ্য কলকাতার বেলভিউ নার্সিং হোমে চিকিৎসাধীন রয়েছেন সৌমিত্র। মঙ্গলবার তাকে ওই নার্সিং হোমে ভর্তি করানো হয়েছিল। এরপর গত শুক্রবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তবে দ্বিতীয়বার প্লাজমা থেরাপির পর সৌমিত্রর অবস্থার উন্নতি লক্ষ করা যায়। যদিও এ দিনের মেডিকেল বুলেটিন জানিয়েছে, প্রবীণ অভিনেতার অস্থিরতা বেড়েছে। সেই সঙ্গে মাঝেমধ্যেই বিভ্রান্ত এবং উত্তেজিতও হয়ে পড়ছেন তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ