Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:১২, ১৩ অক্টোবর ২০২০

কণ্ঠশিল্পী পুতুলকে ধর্ষণের হুমকি

সাজিয়া সুলতানা পুতুল

সাজিয়া সুলতানা পুতুল

ক্লোজআপ ওয়ান খ্যাত কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুলকে ধর্ষণের হুমকি দিয়েছে এক তরুণ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পুতুলের পোস্টে কমেন্ট করে প্রকাশ্যেই এই হুমকি দেয় আশিকুর রহমান নামের ছেলেটি। এই ঘটনায় পুতুল আইনি ব্যবস্থা নিচ্ছেন বলে জানালেন।

পুতুলের পোস্টে ধর্ষণ করার হুমকি দেয়ার পর ছেলেটি ক্ষমা চেয়ে একটি ভিডিও বার্তাও দিয়েছিল। সেই সুবাদে পুতুল প্রথমে তাকে ক্ষমা করে দেন। আইনি পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকেন।

পুতুল তখন ফেসবুকে লিখেছিলেন, ধর্ষণের ইচ্ছা পোষণ করা ছেলেটি প্রকাশ্যে ক্ষমা চেয়েছে তার মন্তব্যের জন্য। তার ভাষ্যমতে তার আইডি থেকে অন্য কেউ মন্তব্যটি করেছে! ঘটনা সত্যি হোক বা মিথ্যা, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার প্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্তটি স্থগিত করেছি। তা না হলে মামলার জাঁতাকলে তার বেঁচে থাকা দায় হতো, এবং সেটাই হওয়া উচিত।

কিন্তু পরবর্তীতে ক্ষমা চাওয়ার ভিডিওটি সরিয়ে ফেলে ওই তরুণ। যা তার একটি চালাকি বলে মনে করছেন পুতুল। সেজন্য তিনি পুনরায় আইনি পথে হাঁটছেন। পুতুল বললেন, ধর্ষণ করতে চাওয়া ছেলেটা ক্ষমা চেয়ে পোস্ট করা ভিডিও বার্তাটি সরিয়ে ফেলেছে। ক্ষমা করার সিদ্ধান্তটা ভুল ছিলো মনে হচ্ছে। এবার মামলার বিষয়টি পুনর্বিবেচনা করবো!

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ