Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:০৮, ১৩ অক্টোবর ২০২০

কেমন আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, জানালেন মেয়ে পৌলোমী

মেয়ের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়

মেয়ের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়

ভারতের প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তাকে নিয়ে ভক্ত অনুরাগীদের উদ্বেগের শেষ নেই। এমনকি সৌমিত্রের মৃত্যুর গুঞ্জনও চাউর হয়ে উঠেছিল।  

ভক্ত অনুরাগীদের আশ্বস্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বিবৃতি দিয়েছেন সৌমিত্রের মেয়ে পৌলোমী বসু। পৌলোমী বলেন, ‘বাবার অবস্থা আগের চেয়ে ভালো। বাইপ্যাপ ভেন্টিলেশন থেকে সরানো হয়েছে। আগের থেকে তার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। ফলে ডাক্তাররা আর ভেন্টিলেশনে দেওয়ার কথা ভাবছেন না।’

পৌলমী তার পোস্টে প্রবাদপ্রতিম শিল্পীর আরোগ্য কামনার জন্য ভক্ত-অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এদিকে বর্ষীয়ান এই অভিনেতাকে দেখতে বেলভিউ হাসপাতালে যেতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

এর আগে শোনা গিয়েছিল, কিংবদন্তি অভিনেতার হৃৎস্পন্দন অনিয়মিত। এ ছাড়া তার পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়ামের মাত্রাও ওঠানামা করছে। ইলেকট্রো লাইটের ভারসাম্যহীনতার জন্য তার মানসিক অস্থিরতা ক্রমশ বাড়ছে। সকালে ১০২ ডিগ্রির মতো জ্বর ছিল তার শরীরে। অ্যামোনিয়ার লেভেল বেড়ে গিয়েছে বলে জানিয়েছিল ভারতীয় গণমাধ্যম।

করোনার পাশাপাশি তার পুরোনো ক্যানসারও ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে মস্তিষ্কে এবং ফুসফুসে। দ্বিতীয় প্লাজমা থেরাপির পর খানিকটা স্থিতিশীল হয়েছিলেন। কিন্তু সোমবার রাতে আবার আচ্ছন্ন হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, অভিনেতার শারীরিক অস্বস্তি বাগে আনা যাচ্ছে না। মাঝেমধ্যেই তার জ্বর আসছে। সোমবারই তার এমআরআই করা হয়েছে। করা হয়েছে সুষুম্নারসের পরীক্ষাও। হাসপাতাল সূত্রে খবর, দিনের বেলা একটু ঘুমিয়েছেন অভিনেতা। কিন্তু টানা ঘুম হচ্ছে না তার। অক্সিজেনের অভাব হচ্ছে মাঝেমধ্যেই। প্রয়োজনমতো অক্সিজেন দিতে হচ্ছে। আপাতত তাকে আর প্লাজমা দেওয়া হবে না।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ