Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:৩৫, ১৫ অক্টোবর ২০২০

আগের চেয়ে ভালো আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়

সৌমিত্র চট্টোপাধ্যায়

সৌমিত্র চট্টোপাধ্যায়

করোনামুক্ত ভারতের পশ্চিমবঙ্গের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আগের চেয়ে ভালো আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যায় তার কভিড রিপোর্ট নেগেটিভ আসে। এখন শুরু হয়েছে দুই ধরনের নতুন চিকিৎসা।

বৃহস্পতিবার হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বর নেই প্রবীণ অভিনেতার। বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গও সচল রয়েছে। তবে এখনো তাকে সম্পূর্ণ শঙ্কামুক্ত বলা যাবে না।

শরীরে অক্সিজেনের তারতম্যের কারণে মাঝেমধ্যে তার বাইপ্যাপ সাপোর্ট লাগছে, তবে দিনে কয়েক ঘণ্টা দিলেই কাজ হয়ে যাচ্ছে।

১৬ সদস্যের যে মেডিকেল বোর্ড সৌমিত্রের চিকিৎসা করছে তার প্রধান, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অরিন্দম কর জানিয়েছেন করোনার সূত্রে মস্তিষ্কের যে সমস্যা তৈরি হয়েছে, তার প্রভাব নিয়ে চিন্তিত তারা।

গত কয়েক মাস শুটিং বন্ধ ছিল পশ্চিমবঙ্গে। নিয়ম মেনে সম্প্রতি শুটিং শুরু করেন এক সময় উত্তর কুমারের প্রবল প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা সৌমিত্র। কাজ করছিলেন তার ওপর তৈরি একটি তথ্যচিত্রে। এর মধ্যেই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ