Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

প্রকাশিত: ২২:৫৯, ১৮ অক্টোবর ২০২০

একসঙ্গে আলিয়া-দীপিকা

দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভাটকে একসঙ্গে দেখা যেতে পারে সঞ্জয় লীলা বানসালীর ছবিতে। ১৯৫২ সালে মুক্তিপ্রাপ্ত ‘বৈজু বাওরা’ ছবির অনুপ্রেরণায় তৈরি হতে চলেছে এই ছবি। নামও থাকবে অপরিবর্তিত। 

মুম্বাইয়ের একটি সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ছবিতে দু’জন নায়ক এবং দু’জন নায়িকা থাকবেন। পরিচালকের পছন্দের তালিকার শীর্ষে থাকা আলিয়া এবং দীপিকা এই ছবির স্ক্রিপ্ট শোনার পরেই সঞ্জয়ের সঙ্গে কাজ করতে রাজি হয়ে যান। রণবীরকে ছবিতে ‘বৈজু’র ভূমিকায় দেখা যেতে পারে এবং আলিয়াকে দেখা যাবে ‘গৌরী’র ভূমিকায়। অর্থাৎ মিনা কুমারী অভিনীত চরিত্রে ফের তাক লাগাতে পারেন মহেশ-কন্যা। অন্য দিকে দীপিকাকে দেখা যেতে পারে ডাকাতের ভূমিকায়। চরিত্রের নাম রূপমতী। ১৯৫২ সালের ছবিটিতে অভিনেত্রী কুলদীপ কউর অভিনয় করেছিলেন এই মহিলা ডাকাতের চরিত্রে।

ছবিতে অনিবার্যভাবে বৈজুর পাশাপাশি থাকছে তানসেনের চরিত্র। কিন্তু এই চরিত্রে কোন অভিনেতাকে দেখা যাবে, তা এখনো স্পষ্ট নয়। বলিউডের দুই সুপারস্টারকে ভাবা হচ্ছে এই চরিত্রে, কানাঘুষো এমনটাই। ২০০৭-এ ‘সাওয়ারিয়া’র পর ফের একসঙ্গে কাজ করতে চলছে রণবীর-বানসালী জুটি। দীপিকার সঙ্গে এই নিয়ে বানসালীর চতুর্থ কাজ। অন্য দিকে আলিয়া প্রথমবার কাজ করতে চলেছেন বিখ্যাত এই পরিচালকের সঙ্গে।

রণবীর-আলিয়া-দীপিকা সমীকরণ কি অন্য মাত্রা এনে দেবে নতুন ‘বৈজু বাওরা’য়? প্রথমবারেই কি পর্দায় ম্যাজিক আনবে রণবীর-আলিয়া জুটি? সর্বোপরি এই নতুন ‘বৈজু বাওরা’ কি টপকাতে পারবে ১৯৫২’র সেই কিংবদন্তিকে, যেখানে নায়ক-নায়িকা ইত্যাদিকে ছাপিয়ে গিয়েছিল নৌশাদের সুর আর মুহম্মদ রাফির কণ্ঠ? আপাতত অপেক্ষা ছবি রিলিজের।

 
Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ