Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৯, ১৯ অক্টোবর ২০২০

সৌমিত্রর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে

সৌমিত্র চট্টোপাধ্যায়

সৌমিত্র চট্টোপাধ্যায়

ক্রমশ শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। কমেছে জ্বরের মাত্রা, ফুসফুসে সংক্রমণ এখন নেই বললেই চলে। নিয়ন্ত্রণে এসেছে স্নায়ুর জটিলতাও।

হাসপাতালের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে রোববার (১৮ অক্টোবর) এসব বিষয় উল্লেখ করা হয়েছে। শারীরিক পরীক্ষায় সব রিপোর্ট সন্তোষজনক বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।

হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, বর্ষীয়ান এ অভিনেতার শরীরে অক্সিজেনের প্রয়োজনীয়তা অনেকটা কমেছে। এখন তাকে ২ লিটার করে অক্সিজেন দেয়া হচ্ছে। অক্সিজেন স্যাচিরেশনের পরিমাণ ৯৮। রক্তচাপ ১৭২/৭৬। পালস রেট ৮৮। তবে, পটাশিয়ামের ঘাটতি সিরিঞ্জ দিয়ে পূরণ করা হচ্ছে। রাতে ভালো ঘুমও হচ্ছে। আচ্ছন্নভাব কাটাতে মিউজিক থেরাপি চলছে। আর এতেই কাজ হচ্ছে।

তাছাড়া কেউ ডাকলে সাড়া দিচ্ছেন। মানুষকে চিনতে পারছেন। সামান্য কথাও বলতে পারছেন। স্বস্তির বিষয় যে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে নতুন করে কোনও শারীরিক জটিলতা সৃষ্টি হয়নি।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ