Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:১৫, ১৯ অক্টোবর ২০২০
আপডেট: ১৬:১৫, ১৯ অক্টোবর ২০২০

২৭২ গান নিয়ে চালু হলো আইয়ুব বাচ্চুর ডিজিটাল আর্কাইভ

কিংবদন্তি গায়ক, গিটারিস্ট, সুরকার, গীতিকার ও সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু

কিংবদন্তি গায়ক, গিটারিস্ট, সুরকার, গীতিকার ও সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু

সরকারি উদ্যোগে চালু হয়েছে আইয়ুব বাচ্চুর ওয়েবসাইট ভিত্তিক ডিজিটাল আর্কাইভ। রোববার এ গিটার ও ব্যান্ড কিংবদন্তির দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে এর উদ্বোধন করা হয়। এ সাইটে রয়েছে আইয়ুব বাচ্চুর ২৭২টি নিবন্ধিত গানসহ নানা ধরনের ডকুমেন্ট।

রোববার সন্ধ্যা ৭টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কপিরাইট অফিসে এক আয়োজনে অনলাইনে যুক্ত হয়ে এই আর্কাইভের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ।

বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভীন।

প্রতিমন্ত্রী বলেন, “আইয়ুব বাচ্চু অসংখ্য গান তৈরি করে গেছেন। যা আজ আমাদের জাতীয় সম্পদে পরিণত হয়েছে। এটা সংরক্ষণে কপিরাইট অফিসের এই উদ্যোগ সাধুবাদ পাওয়ার যোগ্য। একই সঙ্গে দেশের অন্য যেসব শিল্পীরা আছেন, তাদের বলবো কপিরাইট নিবন্ধন নিশ্চিত করার জন্য। কারণ তাদের সমস্ত সৃষ্টি বাংলাদেশের সম্পদ। পাশাপাশি আমাদের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরই।”

ওয়েবসাইটের আইয়ুব বাচ্চুর লাইফ প্রোফাইল, তার দল এলআরবির ছবিসহ বর্ণনা, আইয়ুব বাচ্চু ও এলআরবি সংক্রান্ত যাবতীয় তথ্য, জীবনের উল্লেখযোগ্য ঘটনা, বিভিন্ন কনসার্ট-ট্যুরের বর্ণনা, গানের অডিও স্ট্রিমিংয়ের ব্যবস্থা।

এ ছাড়া আইয়ুব বাচ্চুর ব্যবহৃত ৫০টিরও বেশি গিটারের একটি থ্রিডি ডিজিটাল মিউজিয়ামও এখানে শিগগিরই যুক্ত হবে।

এবি কিচেন নামের ডিজিটাল আর্কাইভে যেতে ক্লিক করুন।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ