Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:০৮, ২১ অক্টোবর ২০২০
আপডেট: ১৫:১৪, ২১ অক্টোবর ২০২০

প্রশংসায় ভাসছে চঞ্চল-শাওনের ‘সর্বত মঙ্গল রাধে’

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র চঞ্চল চৌধু্রী। দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অর্জন করেছেন বহু সম্মাননা। সেই সঙ্গে দর্শকদের মনে অসামান্য ভালোবাসা। শুধু অভিনয় নয়, গানেও সমান দক্ষ চঞ্চল। তার কণ্ঠে বেশ কিছু গানও শ্রোতাপ্রিয় হয়েছে।

অন্যদিকে মেহের আফরোজ শাওন একজন বহু প্রতিভার অধিকারিণী শিল্পী। অভিনয়, গান, নৃত্য কিংবা পরিচালনা সব কাজেই দক্ষ তিনি।

দেশের শোবিজ জগতের এই তারকাদ্বয় এবার এক হয়েছেন গানে। দ্বৈতভাবে গেয়েছেন একটি গান। গানের শিরোনাম ‘সর্বত মঙ্গল রাধে’। প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া পাচ্ছে গানটি। চঞ্চল-শাওনের দ্বৈত গানের প্রশংসায় সবাই পঞ্চমুখ।

বাংলাদেশের মাটি ও মানুষের গান নিয়ে ‘আমাদের গান’ শীর্ষক একটি আয়োজন করছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। যেখানে দেশের সমৃদ্ধ সঙ্গীত ইতিহাসের কালজয়ী বিভিন্ন গান নতুন আয়োজনে পরিবেশন করা হচ্ছে। গানগুলোর সঙ্গীতায়োজনে আছেন পার্থ বড়ুয়া। এই আয়োজনের অংশ হিসেবেই প্রকাশিত হয়েছে চঞ্চল ও শাওনের গাওয়া গানটি। 

‘সর্বত মঙ্গল রাধে’ গানটি শুনতে ক্লিক করুন এখানে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ