Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৮, ২৩ অক্টোবর ২০২০

আবারো দ্বৈত চরিত্রে শাহরুখ

ফাইল ছবি

ফাইল ছবি

করণ অর্জুন, ডুপ্লিকেট, ওম শান্তি ওম— এই তিন সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান। নতুন একটি ছবিতেও দুটি ভূমিকায় দেখা যাবে তাকে।

শাহরুখের হাত থাকা ছবির মধ্যে একটির পরিচালক দক্ষিণ ভারতের অ্যাটলি। মুম্বাই মিরর এক প্রতিবেদনে জানায়, অ্যাকশন ধর্মী এই ছবিতে ডবল রোলে দেখা যাবে কিং খানকে।

নাম প্রকাশ না হওয়া ওই ছবিতে শাহরুখকে দেখা যাবে গোয়েন্দা সংস্থার কর্মকর্তার চরিত্রে যিনি বেরিয়েছেন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালকে ধরতে। সেখানে বাবা ও ছেলে দুই চরিত্রেই রয়েছেন তিনি।

তবে বাবার চরিত্রে নিজেকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তোলার জন্য ভারী প্রসথেটিক মেকআপের সাহায্য নিতে হবে শাহরুখকে। এর আগে ‘ফ্যান’ ছবির জন্য এ ধরনের মেকআপ নিতে হয় থাকে।

সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে ২০২১ সালের প্রথম দিকে শুটিং ফ্লোরে যাবে এই ছবি।

সর্বশেষ ‘জিরো’র পর দুই বছর বিরতি নিয়েছেন শাহরুখ। তার কামব্যাক হচ্ছে ইয়াশ রাজ ফিল্মসের ‘পাঠান’ দিয়ে। নভেম্বর মাস থেকেই শুরু হবে শুটিং। এই রিভেঞ্জ ড্রামায় শাহরুখের পাশাপাশি পর্দায় দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকে। তবে তারা যোগ দেবেন ২০২১ সালের শুরুতে।

বলিউড সূত্রে খবর, সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’-এর শুটিং ইয়াশ রাজ স্টুডিওতে শুরু হতে চলেছে।

প্রযোজক আদিত্য চোপড়া ছবিটি আদ্যোপান্ত অ্যাকশন ভরপুর করতে চান বলে খবর। পরিচালক সিদ্ধার্থ আনন্দ এর আগে তৈরি করেন হৃতিক রোশন ও টাইগার শ্রফকে নিয়ে ব্লকবাস্টার ‘ওয়ার’। ‘পাঠান’ও অ্যাকশন নির্ভর ছবি, শাহরুখ আসছেন একদম নতুন অবতারে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ