Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৪, ২৩ অক্টোবর ২০২০

মাতৃরূপিণী জয়া আহসান

সংগৃহীত

সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের পশুপ্রীতির কথা সবাই জানেন। জয়ার পোষা কুকুর ‘ক্লিওপেট্রা’ তো বেশ জনপ্রিয়। এই নন্দিত অভিনেত্রী করোনাকালে কুকুরদের জন্য পথে পথে খাবার নিয়েও ঘুরেছেন। সিটি করপোরেশন কুকুরদের শহর থেকে বিতাড়ন করার কর্মসূচি নিলে তার বিরোধিতাও করেছেন এই নায়িকা।

এদিকে দুর্গা পূজার শুভেচ্ছা বার্তার ভেতর দিয়েও জয়া পথ কুকুরদের ভালোবাসার আহ্বান জানালেন। নিজের ফেসবুকে একটি ইলাস্ট্রেশন ছবি প্রকাশ করে জয়া দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন, জয়া লিখেছেন, ‘Maa ; happy Pujo to everyone’। ছবিতে দেখা যাচ্ছে বেশ কিছু কুকুরকে মাতৃ-আদরে খাবার খাওয়াচ্ছেন জয়া। সেই ছবির নিচে নেমেছে লাইক, কমেন্টের ঢল। ভক্তরাও জয়াকে পূজার শুভেচ্ছা জানাচ্ছেন।

জয়াকে সর্বশেষ দেখা গেছে কলকাতার ‘রবিবার’ ছবিতে। মুক্তির অপেক্ষায় আছে অর্ধাঙ্গিনী, বিনি সুতোয়, ভূতপরী ও ঢাকার ‘অলাতচক্র’।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ