Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৭, ২৬ অক্টোবর ২০২০

প্রযোজক সমিতিতে জায়েদ খানের সদস্য পদ স্থগিত

জায়েদ খান

জায়েদ খান

জায়েদ খানের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে চলচ্চিত্র প্রযোজক সমিতি।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের সঙ্গে প্রযোজক সমিতির দূরত্ব তৈরি হয়ে বেশ আগে। কিন্তু তা  প্রকাশ্যে আসে জুলাইয়ে। তখন তাকে বয়কট করে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠন।

জানা গেছে, সদস্যপদ স্থগিত সংক্রান্ত একটি নোটিশ রাজধানীর কাকরাইলে জায়েদ খানের জেড কে মুভিজের ঠিকানায় পাঠিয়েছে প্রযোজক সমিতি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন প্রযোজক ও পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক সামসুল আলম।

জায়েদ খানকে বয়কট করার পর প্রযোজক ও পরিবেশক সমিতি ১২ জুলাই কারণ দর্শানোর নোটিশ দেয়। জায়েদ খান নোটিশের জবাবও দেন।

এ প্রসঙ্গে সামসুল আলম জানান, জায়েদের জবাবে সন্তুষ্ট হয়নি সমিতি। এর প্রেক্ষিতে ৩ অক্টোবর সমিতির ১১তম সভায় বিস্তারিত আলোচনার পর অপরাধের ধরন ও পরিসীমা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে জায়েদ খানের সদস্যপদ স্থগিত করা হয়।

তবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি জায়েদ খান।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ