Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৩১, ২৮ অক্টোবর ২০২০

করোনায় আক্রান্ত অভিনেত্রী অপরাজিতা

অপরাজিতা আঢ্য

অপরাজিতা আঢ্য

কলকাতার অপরাজিতা আঢ্য বাংলাদেশেও বেশ পরিচিত। শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার ‘নবাব’ ছবিতে মন্ত্রীর চরিত্রে দেখা যায় তাকে। সেই অভিনেত্রীর শরীরে থাবা বসালো কভিড-১৯।

কিছুদিন আগে করোনায় আক্রান্ত হন অপরাজিতা, ছড়িয়েছে তার পরিবারেও। শাশুড়িসহ একাধিক পরিজন আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

অপরাজিতা বলেন, “আমি এখন ঠিক আছি। বেশ কিছু দিন আগে আমার হিমোগ্লোবিন আচমকা কমে যায়। জ্বর আসেনি কোনো দিন। প্রথমে বুঝতেই পারিনি। পরে বুঝি করোনা হয়েছে। তবে অনেক দিন হয়ে গেল তো। এখন ভালো আছি। শাশুড়িও অনেকটাই সামলে উঠেছেন। বাড়ির সবাই ঠিক আছেন।”

আপাতত বাড়িতেই স্বেচ্ছাবন্দী অপরাজিতা ও অন্য আক্রান্তেরা। ৩ নভেম্বর পর্যন্ত বন্ধ রেখেছেন শুটিং।

অবশ্য আগেই অভিনেত্রী জানিয়েছিলেন, করোনা থেকে দূরে থাকতে শুটিংয়ে আসতে রাজি হচ্ছিলেন না। কিন্তু দীর্ঘদিন বাড়িতে বসে থাকলে জীবন, কাজের গতি স্তব্ধ হয়ে যাবে! তাই স্বামীর সঙ্গে আলোচনা করেই শুটে ফেরেন তিনি।

এর আগে কলকাতার একাধিক তারকা করোনায় আক্রান্ত হন। এর মধ্যে রয়েছে কোয়েল মল্লিকের পরিবার ও রাজ চক্রবর্তী।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ