Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:০০, ২৯ অক্টোবর ২০২০

ডাকাডাকিতে কয়েকবার তাকিয়েছেন সৌমিত্র

সৌমিত্র চট্টোপাধ্যায়

সৌমিত্র চট্টোপাধ্যায়

ভারতীয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা এখনো সংকটজনক। তার প্রথম পর্যায়ে ডায়ালাইসিস শেষ হয়েছে। তবে ডাক্তারদের চিন্তায় রেখেছে তার হিমোগ্লোবিনের মাত্রা। তা কমে যাওয়ায় রক্ত দিতে হচ্ছে অভিনেতাকে।

চিকিৎসকেরা জানিয়েছেন, এ দিনও একই রকম সংকটে সৌমিত্র চট্টোপাধ্যায়। তবে স্নায়বিক অবস্থার খুব সামান্য উন্নতির কারণে বৃহস্পতিবার ডাকাডাকির পর চোখ মেলে কয়েকবার তাকিয়েছেন তিনি। ডায়ালাইসিসের পর রক্তে জমে যাওয়া দূষিত পদার্থের মাত্রা কিছুটা কমেছে। বিকেলে ফের একদফা ডায়ালাইসিস হবে।

হিমোগ্লোবিন কমে যাওয়ায় সৌমিত্রকে বারবার রক্ত দেওয়ার দরকার পড়ছে। এই বিষয়টিই আরও ভাবাচ্ছে চিকিৎসকদের। তারা বলেন, গত চার দিনের মধ্যে এ দিনই একটু ‘স্টেবল’ আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। কোনোরকম সাপোর্ট ছাড়াই তার রক্তচাপ স্বাভাবিক রয়েছে।

এর আগে রেনাল ফাংশানের উন্নতির জন্য ডায়ালাইসিস করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। প্রথম দফায় ২-৩টি অ্যাপিসোডের ডায়ালাইসিস করা হবে বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়।

বুধবার সন্ধ্যায় ডা. অরিন্দম কর বলেছিলেন, প্রথম দফার ডায়ালাইসিস ভালোভাবেই শেষ হয়েছে। রক্তচাপে কোনো সমস্যা হয়নি। বেশির ভাগ প্যারামিটারই স্বাভাবিক রয়েছে। কোনো সাপোর্ট ছাড়াই বর্তমানে তার রক্তচাপ ১৪৫/৯০। তবে এখনো অনেকটাই আচ্ছন্নভাব রয়েছে সৌমিত্রের। এখন ৫০ শতাংশের কমই ভেন্টিলেশন সাপোর্টের প্রয়োজন হচ্ছে। তাতেই শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রয়েছে। রক্তক্ষরণ হচ্ছে না। শরীরে জ্বরও নেই। তবুও সংকট কাটেনি বলেই জানিয়েছিলেন ডাক্তাররা।

তিন সপ্তাহেরও বেশি সময় ধরে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন সৌমিত্র চট্টোপাধ্যায়। শনিবার রাত থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ