Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৩৭, ৩১ অক্টোবর ২০২০
আপডেট: ১৩:৪১, ৩১ অক্টোবর ২০২০

এ যেন রূপকথার বিয়ে

দীর্ঘ দিনের বন্ধু গৌতম কিচলুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন দক্ষিণ ভারতীয় নায়িকা কাজল আগারওয়াল। শুক্রবার মুম্বাইয়ের তাজ হোটেলে বসে তাদের বিয়ের আসর।

করোনা আবহেই ঐতিহ্যবাহী রীতি-নীতি মেনে কাজল-গৌতমের বিয়ে সম্পন্ন হয়। একদম সাবেকি লাল লেহেঙ্গায় সেজেছিলেন কাজল। আর এই বিশেষ দিন গৌতমকে পাওয়া গেল সাদা শেরওয়ানিতে।

কাছের বন্ধু ও দুই পরিবারের উপস্থিতিতেই বিয়ের পর্ব সারেন তারা। ওই সময় একে অপরের হাত শক্ত করে ধরে থাকার শপথ নেন।

নিজের জীবনসাথী হিসেবে কোনো রুপালি জগতে মানুষ নয় বরং কাজল বেছেছেন গৌতমকে। ইনস্টাগ্রাম প্রোফাইল অনুসারে ডিসার্ন লিভিং নামের একটি ডিজাইনিং সংস্থার কর্ণধার গৌতম।

 

তাদের বিয়ের ভেন্যুর অন্দরসজ্জা তাক লাগিয়ে দেয় সবাইকে। ঠিক স্বপ্নপুরীর মতো গোলাপ-অর্কিডে সেজে উঠেছে চারিদিক।

কনের সাজে নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন কাজল। সেখানে তার চোখে এক অদ্ভুত দীপ্তি। গোলাপে মোড়া চুল। মাথা ভর্তি মাংগটিকায়। হাতে শোভা পাচ্ছে গৌতমের নামের মেহেন্দি, লাল চূড়া। মাথায় ছোট্ট বিন্দি।

৬ অক্টোবর বিয়ের খবর জানান বলিউডের ‘সিংহাম’ ছবির এ নায়িকা। সোশ্যাল মিডিয়ায় কাজল জানান, গর্বিত ও কৃতজ্ঞ অনুরাগীদের কাছে। আগামী দিনেও অভিনয় চালিয়ে যাবেন।

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ