Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৪, ১ নভেম্বর ২০২০

শাহরুখের জন্মদিনে ভার্চুয়াল উৎসব

শাহরুখ খানের এবারের জন্মদিনে তার ভক্তরা মান্নাতের সামনে না যাওয়ার ঘোষণা দিয়েছেন। একটি ফ্যানক্লাব থেকে জানানো হয়েছে, তারা অনলাইন স্ট্রিমিংয়ে কিং খানের জন্মদিন উদ্‌যাপন করবেন।

শাহরুখ খান এখন আইপিএল দেখতে দুবাইতে আছেন। সম্প্রতি একটি সেশনে ভক্তদের উদ্দেশে বলেন, ‘এ বছর দূরে থেকে ভালোবাসা দেখান।’

শাহরুখের এই আহ্বান রক্ষা করতে চান ভক্তরা। তারা অনলাইনে কেক কাটার পাশাপাশি রীতিমতো উৎসবের আয়োজন করেছেন। রবিবার মধ্যরাত থেকে শুরু হতে যাওয়া ওই উৎসবে সেলফি প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের খেলার পাশাপাশি ৫ হাজার ৫৫৫ জনকে খাবার দেয়া হবে। দেয়া হবে সমপরিমাণ কভিড কিট।

২০১৮ সালে ‘জিরো’ সিনেমা মুক্তির পর আর বড় পর্দায় নেই বলিউড বাদশাহ শাহরুখ খান। ‘জিরো’ সিনেমাটিও বক্স অফিসে সাড়া জাগাতে ব্যর্থ হয়েছিল। তবে এখন পত্রপত্রিকার খবর, নতুন তিন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

খানের জন্মদিন মানেই তার বাড়ির সামনে বড়সড় উৎসব। প্রতি বছর ২ নভেম্বর গভীর রাত থেকে সেখানে জড়ো হতে থাকেন ভক্তরা। হাজার কিলোমিটার পাড়ি দিয়েও হাজির হন কেউ কেউ। শাহরুখ কাউকেই নিরাশ করেন না। দিনের নির্দিষ্ট একটি সময়ে বারান্দায় এসে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

 
Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ