Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৪, ৩ নভেম্বর ২০২০

ভেঙে যাচ্ছে শ্রাবন্তীর তৃতীয় সংসার!

শ্রাবন্তী-রোশন

শ্রাবন্তী-রোশন

২০১৯ সালের ১৫ এপ্রিল পারিবারিক বন্ধুদের নিয়ে বেশ আড়ম্বরভাবে রোশান সিংকে বিয়ে করেন শ্রাবন্তী। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রাবন্তীর একমাত্র সন্তান ঝিনুক ও দুই পরিবারের ঘনিষ্ঠজনরা।

সেটি ছিল শ্রাবন্তীর তৃতীয় বিয়ে। কিন্তু বছর না ঘুরতেই এ সংসারও নাকি ভাঙছে! এমনই ইঙ্গিত মিললো ভারতীয় গণমাধ্যমের খবরে।

বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে নানান ঘনিষ্ঠ ছবি দিতেন সোশ্যাল মিডিয়ায়। শুটিং স্পট, পরিচালক-প্রযোজকের সঙ্গে মিটিং, স্টেজ শো, দেশের বাইরে ঘুরতে যাওয়া—সর্বত্র ছিলেন রোশান। কিন্তু পূজার ১০ দিন আগে থেকে নাকি তারা দুজন আলাদা থাকছেন।

অথচ গত বছর পূজায় দুজনের অসংখ্য ছবি পাওয়া গেলেও এবার নেই একটিও। সোশ্যাল মিডিয়া থেকে রোশানের সঙ্গে থাকা সকল ছবি ডিলিট করে দিয়েছেন শ্রাবন্তী। অন্যদিকে রোশন সিংয়ের সোশ্যাল হ্যান্ডেল খুঁজলেও মিলছে না স্ত্রী শ্রাবন্তীর কোনো ছবি।

অবশ্য গণমাধ্যমটির কাছে সেই কথা স্বীকারও করেছেন দুজন। শ্রাবন্তীর স্বামী রোশন সিং তাদের সংসার ভাঙনের বিষয়ে জানিয়েছেন, ‘হ্যাঁ, আমরা এখন একই ছাদের নিচে থাকছি না। তবে আমাদের অতীতের সম্পর্কের প্রতি শ্রদ্ধা জানাই, আমি এ বিষয়ে কথা বলতে রাজি নই।’

এ প্রসঙ্গে শ্রাবন্তীর বক্তব্য, ‘প্রতিটি বিবাহ বা সম্পর্ক উত্থান-পতনের মধ্য দিয়ে যায়। হতে পারে আমাদের সুখের সময় আপাতত শেষ। তবে এর অর্থ এই নয় যে আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে। আমরা দুজনই আশা করি, শিগগিরই আমাদের সমস্যাগুলোর সমাধান হবে এবং বিষয়গুলো খুঁজে আমরা আবার শুরু করবো।’

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ