Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৫৪, ৪ নভেম্বর ২০২০

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সপরিবারে ভোট দিলেন টনি ডায়েস

সংগৃহীত

সংগৃহীত

একসময়ের জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস। অভিনয় ছেড়ে স্থায়ী হয়েছেন আমেরিকায়। সেখানেই স্ত্রী প্রিয়া ডায়েস ও কন্যা অহনাকে নিয়ে সুখের সংসার পেতেছেন।

এদিকে বর্তমানে সারা পৃথিবীর চোখ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। কার দখলে যাচ্ছে হোয়াইট হাউজ, তার ফল জানা যাবে খুব তাড়াতাড়ি।

প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দুজনের মধ্যে। ব্যাপক উৎসাহউদ্দীপনা নিয়ে আমেরিকানরা ভোট দিয়েছেন তাদের পছন্দের প্রার্থীকে।

প্রেসিডেন্ট বাছাই করতে সপরিবারে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন অভিনেতা টনি ডায়েস। তিনি নিউইয়র্কের হিকসভিলের বাসিন্দা। সেখানকার একটি কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। এর আগেও তিনি ও তার স্ত্রী প্রিয়া ডায়েস ভোট দিলেও এবারই প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিলেন তাদের কন্যা অহনা।

সে কথা জানিয়ে টনি তার ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমাদের মেয়ে অহনা প্রথম ভোট দিল আমাদের সাথে। ভোটকেন্দ্রে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে ভোটও দেয়া শেষ’।

তবে কাকে ভোট দিয়েছেন তিনি সে বিষয়ে কিছু উল্লেখ করেননি।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ