Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৫, ৫ নভেম্বর ২০২০

সৌমিত্রর শারীরিক অবস্থা স্থিতিশীল

সৌমিত্র চট্টোপাধ্যায়

সৌমিত্র চট্টোপাধ্যায়

এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে আছেন ভারতের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। গত কয়েকদিন ধরে কোন ধরণের চিকিৎসায় সাড়া দেননি। তবে আনন্দবাজার জানাচ্ছে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

এখনও ভেন্টিলেশনে রয়েছেন সৌমিত্র। তার ডায়ালিসিস করতে হয়নি। কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ কিংবদন্তী। এক নিয়মিত বুলেটিনে হাসপাতালের ডাক্তার অরিন্দম কর বলেন, ‘সারাদিন তেমন উদ্বেগজনক কিছু ঘটেনি। বরং সবকিছু স্বাভাবিকই ছিল। সৌমিত্রবাবুও স্থিতিশীল রয়েছেন। তার অঙ্গপ্রত্যঙ্গের সচলতায় নতুন কোনও পরিবর্তন ঘটেনি।’ গ্লাসগো কোমা স্কেলের সূচকে সৌমিত্রের মস্তিষ্কের সচেতনতা আগের মতোই ১০-এ রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

তবে আপাতত অবস্থা স্থিতিশীল হলেও, রক্তের শ্বেতকণিকা, হিমোগ্লোবিনের মাত্রা এবং প্লেটলেট ফের কমে যাওয়ায় এখনও বিপদ কাটেনি বলে জানিয়েছেন ওই চিকিৎসক। রক্তক্ষরণের পর রক্ত দেওয়া হয়েছিল অভিনেতাকে। নানারকম ওষুধপত্রও দেওয়া হয়েছিল। তার জেরেই এমনটা হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ