Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫২, ৬ নভেম্বর ২০২০

এবার হলিউডের হিরো হচ্ছেন ঋত্বিক রোশন

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউডে আধিপত্য বজায় রেখে এবার হলিউডে পা রাখতে যাচ্ছেন ঋত্বিক রোশন। এরইমধ্যে আমেরিকার একটি এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধও হয়েছেন। 

কিন্তু আট মাস আগে চুক্তিবদ্ধ হলেও করোনার কারণে অডিশন দিতে পারেননি এই বলিউড আইকন।

শোনা যাচ্ছে, হলিউডের একটি সিনেমায় অভিষেক হতে যাচ্ছে হৃতিক রোশনের। স্পাই-থ্রিলার ঘরানার এই ছবিতে নিজের চরিত্রের জন্য সম্প্রতি অভিনেতার অডিশন দিতে যাওয়ার কথা ছিল লস অ্যাঞ্জেলেসে। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে তিনি জুহুতে নিজের বাড়িতেই অডিশন রেকর্ড করেছেন। সপ্তাহ দু-এক আগে সেই অডিশনের টেপ পাঠিয়েও দিয়েছেন কাস্টিং টিমের কাছে।

যদি ছবির জন্য তিনি নির্বাচিত হন, তা হলে সেই মাল্টি-মিলিয়ন প্রজেক্টে মুখ্য ভূমিকায় দেখা যাবে হৃতিককে। তবে প্যারালাল লিড চরিত্রে থাকবেন হলিউডের অন্য কোনো অভিনেতা।

আপাতত ‘কৃষ ফোর’-এর শুটিং কী করে দ্রুত শেষ করা যায়, তার পরিকল্পনা চলছে। কারণ হলিউড থেকে ডাক এলে এই ছবিতে আর সময় দিতে পারবেন না তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে ‘কৃষ থ্রি’ মুক্তির সাত বছর পূর্ণ হয়েছে বলে পোস্ট করেছেন অভিনেতা।

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ