Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০৬, ৬ নভেম্বর ২০২০

শাহরুখের ‘পাঠান’ ছবিতে সালমান!

শাহরুখ খান-সালমান খান

শাহরুখ খান-সালমান খান

খুব শিগগিরি সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘পাঠান’ ছবির শুটিং শুরু করবেন শাহরুখ খান। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সেই ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন সালমান খানও।

গত দুই বছরে শাহরুখের কামব্যাক নিয়ে একাধিক জল্পনা শোনা গিয়েছে। কখনো রটেছে দক্ষিণী পরিচালক অ্যাটলির পরিচালনায় শুটিং ফ্লোরে ফিরবেন কিং খান, কখনো আবার পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে শাহরুখের জুটি বাঁধার কথা শোনা গিয়েছে। এরই মাঝে খবর ছড়ায়, নিজের পছন্দের যশরাজ ফিল্মসের ব্যানারেই কামব্যাক করছেন শাহরুখ। ছবির নাম ‘পাঠান’।

শোনা গিয়েছে, সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় শাহরুখের সঙ্গে কাজ করবেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। এবার শোনা যাচ্ছে, বন্ধুর কামব্যাক ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করলেন সালমান। এর আগে শাহরুখের শেষ মুক্তি পাওয়া ছবি ‘জিরো’তেও ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল সালমানকে।

বর্তমানে রিয়ালিটি শো ‘বিগ বস’-এর সঞ্চলনা করছেন সালমান। এরই মধ্যে শেষ করেছেন ‘রাধে’র শুটিং। এবার মহেশ মাঞ্জরেকরের পরিচালনায়  ‘অন্তিম’ ছবির শুটিং শুরু করতে চলেছেন বলিউডের ভাইজান। শোনা গিয়েছে, ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করবেন তিনি। 

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ