Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৯, ৭ নভেম্বর ২০২০

ইস্তাম্বুলে চলছে অনন্ত-বর্ষার শুটিং

ফাইল ছবি

ফাইল ছবি

অনন্ত জলিলের অষ্টম সিনেমা ‘দিন দ্য ডে’। অনেক দিন ধরে এ ছবির শুটিং হচ্ছে। কিন্তু করোনার কারণে চার মাস বন্ধ ছিল। গত জুনে ইরানে সর্বশেষ শুটিং হয়। এখন শুটিং চলছে তুরস্কের অন্যতম নগরী ইস্তাম্বুলে। তাই শেষ লটের কাজে স্ত্রী বর্ষাকে নিয়ে তুরস্কে আছেন অনন্ত জলিল।

কয়েক দিন আগে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন অনন্ত। এর আগে প্রকাশ করেন অ্যাকশন দৃশ্যের মহড়ার ভিডিও। এ লটে তুরস্কে কিছু অ্যাকশন দৃশ্য ও তিনটি গানের চিত্রায়ণ হবে।

ইরান-বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবি ‘দিন দ্য ডে’। পরিচালনা করছেন ইরানের মুর্তজা অতাশ জমজম।

ছবিতে বাংলাদেশ থেকে অনন্ত ও বর্ষার সঙ্গে নবাগত সুমন ফারুক অভিনয় করছেন। পাশাপাশি ইরান ও লেবাননের অভিনেতা-অভিনেত্রীও রয়েছেন।

‘দিন দ্য ডে’তে অনন্তকে দেখা যাবে আন্তর্জাতিক সংস্থার পুলিশ অফিসারের চরিত্রে। নানারকম ভুল মতবাদে আসক্ত সন্ত্রাসগোষ্ঠিদের দমনে অভিযানে অংশ নিতে দেখা যাবে তাকে। অভিনেতার মতে, ছবিটিতে ইসলাম ধর্মের সঠিক ও সুন্দর বার্তা তুলে ধরা হবে।

২০১৯ সাল থেকে শুটিং শুরু হয় ছবিটির। ইরানের হেরাতের দুর্গম পাহাড় ও মরুভূমি, আফগানিস্তান সীমান্তে শুটিং চলেছে ছবিটির। পাশাপাশি বাংলাদেশের বুড়িগঙ্গা ব্রিজ, ৩০০ ফিট, হেমায়েতপুরে শিল্প পার্কসহ বিভিন্ন লোকেশনে হয়েছে ছবিটির দৃশ্যায়ন।

কয়েক মাস আগে অনলাইনে ‘দিন দ্য ডে’র টিজার মুক্তি পায়। ঈদুল আজহায় মুক্তির ঘোষণা আসলেও করোনা পরিস্থিতিতে পিছিয়ে যেতে হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ