Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৫০, ৭ নভেম্বর ২০২০

সিজনের প্রথম কোটিপতি পেল কেবিসি

সংগৃহীত

সংগৃহীত

ভারতীয় টেলিভিশনের রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ বা কেবিসির ১২তম সিজন চলছে। সিজনের শুরু থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

এবার চলতি সিজনের প্রথম কোটিপতি পেল ‘কেবিসি’, তিনি হলেন নাজিয়া নাসিম। এ অ্যাপিসোডটি ১১ নভেম্বর প্রচার হবে।

সনি টেলিভিশনের প্রমোয় দেখা যাচ্ছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে ১ কোটি রুপি জিতে নিয়েছেন নাজিয়া নাসিম। ১ কোটি রুপি জেতার পর আবেগতাড়িত হয়ে পড়েন দিল্লির এই তরুণী। তাকে ৭ কোটি রুপির জন্যও খেলতে দেখা যাচ্ছে। নাজিয়া ৭ কোটি রুপি জিতবেন কিনা তাও জানা যাবে ১১ নভেম্বর।

‘কেবিসি’র প্রতি দর্শকদের কাছে আগ্রহের অন্যতম কারণ সঞ্চালক অমিতাভ বচ্চন। তাকে সব সময়ই দর্শকদের উৎসাহিত করতে দেখা যায়।

‘হু ওয়ান্টস টু বি বিলিয়নিয়ার?’ শিরোনামে ব্রিটিশ টিভি প্রোগ্রাম অনুসরণে তৈরি গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’। যা প্রথমবার সম্প্রচারিত হয় ২০০০ সালে। অনুষ্ঠানের প্রথম থেকেই সঞ্চালক হিসেবে আছেন বিগ বি, তবে সিজন ৩-এ ছিলেন শাহরুখ খান।

করোনা পরিস্থিতিতে চলতি বছর অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে ‘কেবিসি’। এর পর বিগ বি নিজেই করোনা আক্রান্ত হয়ে পড়েন। তবে সব বাধা কাটিয়ে দারুণ ফর্ম নিয়ে এগিয়ে চলেছে অনুষ্ঠানটি।

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ