Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩২, ৮ নভেম্বর ২০২০

সুস্থ হয়ে উঠছেন অপূর্ব

অপূর্ব

অপূর্ব

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তার শারীরিক অবস্থা খুবই করুণ থাকায় বাড়ছিল দুশ্চিন্তা। তবে সবশেষ পাওয়া খবর মতে, সুস্থ হয়ে উঠছেন এই অভিনেতা। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

তার শরীরে প্লাজমা দেওয়া হয়েছে। এরপর তার শারীরিক অবস্থার খানিকটা অবনতি হয়। তখন দুশ্চিন্তা ছড়িয়ে পড়ে নাটকপাড়া ও অপূর্বর ঘনিষ্ঠজন-ভক্ত মহলে। ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন অপূর্ব।

অপূর্বর এক বন্ধু নির্মাতা জানিয়েছেন, ‘প্লাজমা দেওয়ার পর কিছুটা ভালো আছেন অপূর্ব। তবে হিচকির সমস্যা এখনো পুরোপুরি সারেনি। আরও কিছুদিন তাকে হাসপাতালে থাকতে হবে।’

এর আগে গত ৩ নভেম্বর রাতে জিয়াউল ফারুক অপূর্বর শরীরের অবনতি ঘটলে হাসপাতালে ভর্তি করা হয়। এর একদিন আগে করোনা পজেটিভ রিপোর্ট হাতে পান এই অভিনেতা।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ