Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:২৪, ৯ নভেম্বর ২০২০

করোনা নেগেটিভ নাসির উদ্দিন ইউসুফ

নাসির উদ্দিন ইউসুফ

নাসির উদ্দিন ইউসুফ

সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফের করোনা নেগেটিভ এসেছে। তবে তিনি এখনো সুস্থ নন, শরীরে জ্বর রয়েছে। হাসপাতালে থাকতে হবে আরো ২ দিন। বিষয়টি নিশ্চিত করেছেন নাসির উদ্দিনের  মেয়ে এশা ইউসুফ।

তিনি জানান, “গতরাতে পরীক্ষার পর আমার বাবা নাসির উদ্দীন ইউসুফের শরীরে কভিড-১৯  নেগেটিভ ফলাফল এসেছে। কিন্তু শরীর রোগমুক্ত নয়। গত সাত দিন যাবৎ জ্বর রয়েছে শরীরে। তিনবার মূত্র ও রক্ত পরীক্ষা করে কোন ইনফেকশন পাওয়া যায়নি। একবার রক্ত কালচার করেছে কিন্তু কিছু না পাওয়াতে আবার রক্তের কালচার চলছে। ৭২ ঘণ্টা পর ফলাফল পাওয়া যাবে। গতকাল থেকে অ্যান্টিবায়োটিক পুনরায় শুরু হয়েছে। আশা করা যায় জ্বর প্রশমিত হবে।”

এ সময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান এশা। বলেন, “দেশ ও বিদেশের হাজার হাজার মানুষ অসুস্থতার কথা শুনে যেভাবে উৎকণ্ঠিত হয়েছে এবং আরোগ্য কামনা করে নিরবচ্ছিন্ন প্রার্থনা করেছেন তার জন্য নাসির উদ্দীন ইউসুফের পরিবার সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে। মানুষের ভালোবাসা মানুষকে বাঁচায় এ সত্য আমরা বিশ্বাস করি।”

করোনা শনাক্তের পর গত ৩০ অক্টোবর থেকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ। 

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ